ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জঙ্গীবিরোধী নাটক রেনুলতা মঞ্চস্থ

প্রকাশিত: ১১:১৭, ৩১ জুলাই ২০১৯

জঙ্গীবিরোধী নাটক রেনুলতা মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধের চেতনা ঋদ্ধ নাট্যদল ইউনিভার্সেল থিয়েটার মঞ্চে এনেছে জঙ্গীবাদবিরোধী নতুন নাটক ‘রেনুলতা’। জঙ্গীবাদ শুধু বাংলাদেশে নয়, ভয়াল থাবা বিস্তার করেছে অনেক দেশেই। জঙ্গীদের হাতে বারবার প্রকম্পিত হয়েছে, সাধারণ মানুষের কান্নার নোনা স্রোতে ভেসেছে বাংলাদেশ। তারই প্রেক্ষিতে ধর্মীয় ও জাতিগত সহিংসতা, উগ্রবাদ ও তার নৃশংসতার বিরুদ্ধে এ নাটকে উঠেছে মানবতার জয়গান। মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হয়। রচনার পাশাপাশি প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন আবুল হোসেন খোকন। সময়োপযোগী নাটকটিতে পারিবারিক জীবনের সমান্তরালে উঠে এসেছে নীরবে জঙ্গীবাদ বিস্তারের ভয়াবহ চিত্র। দর্শকশ্রোতারা উঠে এসেছে সাম্প্রতিক সময়ে আলোচিত নানা জঙ্গী হামলার কথা। প্রযোজনাটি প্রসঙ্গে নির্দেশক আবুল হোসেন খোকন বলেন, ধর্মের অপব্যাখা দিয়ে জিহাদীরা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সারা বিশ্বেই নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে, পুরো দুনিয়া আজ সন্ত্রস্ত্র এই মরণব্যাধির ভয়ে। অথচ যারা এর মদদদাতা, যারা পেছনে বসে এসবের কলকাঠি নাড়ছেন তারা যুগের পর যুগ থেকে যাচ্ছেন ধরা ছোঁয়ার বাইরে। ধর্মের নামে নিরীহ মানুষ হত্যা করে কাদের উদ্দেশ্য চরিতার্থ করছে তারা? নাটকের মাধ্যমে সেই প্রশ্নের গভীরে প্রবেশের চেষ্টা করা হয়েছে।
×