ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএনপির ব্যয়ের চেয়ে আয় ৩ গুণ বেশি

প্রকাশিত: ১১:০৬, ৩১ জুলাই ২০১৯

বিএনপির ব্যয়ের চেয়ে আয় ৩ গুণ বেশি

স্টাফ রিপোর্টার ॥ গত এক বছরে দল পরিচালনায় আয় ব্যয়ের হিসাব ইসিতে দাখিল করেছে বিএনপি। জমা দেয়া এই হিসাবে বিএনপির এক বছরের আয় দেখানো হয়েছে ৯ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার ৩৮০ টাকা। আর ব্যয় হয়েছে ৩ কোটি ৭৩ লাখ ২৯ হাজার ১৪৩ টাকা। দলীয় তহবিলে মোট উদ্বৃত্ত দেখানো হয়েছে ৬ কোটি ১৩ লাখ ২৭ হাজার ২৩৭ টাকা। এই হিসাবে বিএনপির এ বছরের ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ তিনগুণ বেশি। গত তিন বছর ধরে দলটির পরিচালনায় ব্যয়ের চেয়ে আয়ের পরিমাণ বেশি দেখানো হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে গত ২০১৮ সালের দলটির আয়-ব্যয়ের হিসাব জমা দেয়া হয়। ইসি সচিব মোঃ আলমগীরের কাছে দলের আয় ব্যয়ের-হিসাব জমা দেন বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এদিকে ইসি নিবন্ধিত দলগুলো হিসাব দাখিলের সময় শেষ হচ্ছে আজ। তবে দলগুলো ইচ্ছে করলে ইসির কাছ থেকে সময় বাড়িয়ে নিতে পারবে। এদিকে আজ বুধবার শেষ দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে হিসাব জমা দেয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
×