ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুরস্কে রয়েল বেঙ্গল টাইগার

প্রকাশিত: ১১:০৩, ৩১ জুলাই ২০১৯

তুরস্কে রয়েল বেঙ্গল টাইগার

তুরস্কের ইস্তানবুলে প্রথমবারের মতো জন্ম নেয়া বেঙ্গল টাইগার শাবকদের জনসম্মুখে হাজির করা হয়েছে। গত ২৮ জুলাই থেকে আড়াই মাস বয়সী এ তিন বেঙ্গল টাইগারকে রাখা হয়েছে তুজলা ভায়াপোর্ট মেরিনা এলাকার আসলান পার্ক চিড়িয়াখানায়। সেখানকার দর্শনার্থীদের নজর কাড়ছে তারা। ইউরোপিয়ান এ্যাসোসিয়েশন অব জু’স (ইএজিএ) এর মানদণ্ড অনুযায়ী নক্সাকৃত আসলান পার্ক চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় গত বছরের ২৯ অক্টোবর থেকে। এখানে রয়েছে সিংহ, সাইবেরিয়ান টাইগার, বেঙ্গল টাইগার, বন বিড়াল, কালো চিতাসহ ১৩ প্রজাতির পশু। আসলান পার্কের পশু চিকিৎসক গোকসে মারেভে ইয়াইলা আনাদোলু এজেন্সিকে জানান, বর্তমানে পার্কে দুটি বেঙ্গল টাইগার ও এদের তিন শাবক রয়েছে। রয়েছে দুটি সাইবেরিয়ান টাইগারও। বিশ্বে বর্তমানে বাঘের সংখ্যা ৩,৯০০টি উল্লেখ করে তিনি বলেন, ‘গত ৫০ বছরে যেখানে বন্যপ্রাণীর সংখ্যা ৬০ শতাংশ কমেছে, তা বিবেচনা করলে এখানে তিনটি রয়েল বেঙ্গল টাইগার শাবক থাকার ঘটনা গুরুত্বপূর্ণ।’ ইয়াইলা আরও বলেন, ‘এখানে বন্যপ্রাণীকে রাখার মতো এবং তাদের জন্য মঙ্গলজনক পরিবেশ নিশ্চিত করতে আমরা অনবরত গবেষণা করে যাচ্ছি। এর বড় প্রমাণ হলো, আমাদের এখানে সুন্দর তিনটি বাঘ শাবক রয়েছে। আদর্শ অবস্থা বিরাজ করলেই কেবল জীবকুল সঙ্গম করে ও সন্তান জন্ম দিতে পারে।’ আড়াই মাস বয়সী বাঘ শাবকদের জন্য নাম খুঁজছে কর্তৃপক্ষ। নাম আহ্বান করে অনলাইনে জরিপ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে তারা। -ইয়াহু নিউজের।
×