ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রাণ ও ফার্মফ্রেশ পাস্তুরিত দুধের নিষেধাজ্ঞা স্থগিত

প্রকাশিত: ১১:০২, ৩১ জুলাই ২০১৯

প্রাণ ও ফার্মফ্রেশ পাস্তুরিত দুধের নিষেধাজ্ঞা স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ বিএসটিআইয়ের লাইসেন্সপ্রাপ্ত প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশ মিল্কের পাস্তুরিত দুধ উৎপাদন এবং বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধ করে হাইকোর্টের আদেশ পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রীমকোর্টের চেম্বার জজ আদালত। মঙ্গলবার দুই কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ বিচারপতি মোঃ নুরুজ্জামান এ আদেশ প্রদান করেছেন। ফলে এই দুই ব্র্যান্ডের দুধ উৎপাদন ও বিপণনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে গত সোমবার মিল্ক ভিটা পাস্তুরিত দুধ উৎপাদন ও বিক্রির ওপর হাইকোর্টের জারি করা নিষেধাজ্ঞা আট সপ্তাহের জন্য স্থগিত করে চেম্বার জজ আদালত। এদিকে মাদারীপুরের কাঁঠালবাড়ি এক নম্বর ফেরিঘাটে ভিআইপির অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি না ছাড়ায় স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুতে তিন কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট হয়েছে। রিট আবেদনে তিতাসের মৃত্যুর ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। প্রাণ মিল্ক ও ফার্মফ্রেশ মিল্কের পাস্তুরিত দুধ উৎপাদন এবং বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধ করে হাইকোর্টের আদেশ পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রীমকোর্টের চেম্বার জজ আদালত। ডেপুটি এ্যাটর্নি জেনারেল ইকরামুল হক টুটুল জানিয়েছেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রাণ ডেইরি ও আকিজ ফুডের আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি মোঃ নুরুজ্জামান মঙ্গলবার হাইকোর্টের আদেশ পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করে দেন। আদালতে দুই কোম্পানির পক্ষে শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বাকি এগারোটি পাস্তুরিত দুধ কোম্পানিও স্থগিতের আবেদন করেছে। গত রবিবার বাংলাদেশ স্ট্যান্ডার্ড এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) অনুমোদিত আড়ং, প্রাণ ও ফার্মফ্রেশসহ ১৪ ব্যান্ডের পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণন পাঁচ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি পাস্তুরিত দুধ কেনা ও বিক্রিতে সতর্ক থাকতে বলেন। এ ১৪ ব্রান্ডের উৎপাদিত দুধে মানবদেহের জন্য ক্ষতিরকর এ্যান্টিবায়োটিক ও ধাতব উপাদানের (সিসা) উপস্থিতি থাকায় আদালত এ নিষেধাজ্ঞা দেন। তিতাসের মৃত্যুতে ক্ষতিপূরণ চেয়ে রিট ॥ মাদারীপুরের কাঁঠালবাড়ি এক নম্বর ফেরিঘাটে ভিআইপির অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি না ছাড়ায় স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুতে তিন কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট হয়েছে। রিট আবেদনে তিতাসের মৃত্যুর ঘটনা তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। মঙ্গলবার জনস্বার্থে মানবাধিকার সংগঠন লিগ্যাল সাপোর্ট এ্যান্ড পিপলস রাইটসের চেয়ারম্যান সুপ্রীমকোর্টের আইনজীবী মোঃ জহিরুদ্দিন লিমন হাইকোর্টে রিটটি করেন। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মাদারীপুরের কাঁঠালবাড়ি এক নম্বর ফেরিঘাটে সরকারের এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আব্দুস সবুর ম-লের গাড়ির অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি বসে থাকায় ঘাটে আটকে পড়া এ্যাম্বুুলেন্সে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিতাসের মৃত্যুর বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।
×