ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এডিস মশা মারতে নতুন ওষুধ বিমানে আনা হবে

প্রকাশিত: ১১:০০, ৩১ জুলাই ২০১৯

এডিস মশা মারতে নতুন ওষুধ বিমানে আনা হবে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীসহ সারাদেশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া ডেঙ্গুর প্রকোপ কমাতে এডিস মশা মারতে অধিক কার্যকর নতুন ওষুধ প্রয়োজনে বিমানে করে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মঙ্গলবার রাজধানীর শান্তিনগরে নির্মাণাধীন ভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এ কথা বলেন। বর্তমানে জাহাজে করে ওষুধ আনা হয়। যা দীর্ঘ সময়ের বিষয়। মশা নিধনে নতুন ওষুধ আমদানির বিষয়ে মেয়র বলেন, নতুন ওষুধ সংগ্রহের প্রক্রিয়া চলছে। এ নিয়ে যেসব জটিলতা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে সেই জটিলতাগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠেছি এবং নিরসন করেছি। দ্রুততম সময়ের মধ্যে আরও বেশি কার্যকর ওষুধ সংগ্রহ করব। যতক্ষণ না নতুন ওষুধ সংগ্রহ করতে পারছি, কোন বিকল্প না থাকায় এই ওষুধ চালিয়ে যাচ্ছি। কত দিনের মধ্যে নতুন ওষুধ আসছে জানতে চাইলে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে আনা হবে। আবার সামনে ঈদের ছুটি। প্রয়োজনে যদি বিমানে করে ওষুধ আনতে হয় সেই ব্যবস্থা করার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মেয়র বলেন, সব কর্মচারী কর্মকর্তা যে মনোযোগ দিয়ে কাজ করছেন, এ রকমটা দাবি করি না। আমাদের দৃষ্টি আকর্ষণ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। মেয়র বলেন, ডেঙ্গু মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জনগণকে সম্পৃক্ত করে কাজ করছি। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবশ্যই পরিস্থিতি মোকাবেলা করতে পারব। বর্তমানে মশার যে ওষুধ রয়েছে, সেটি শতভাগ অকার্যকর এমন না, এটারও কার্যকারিতা রয়েছে। কিছু অংশ অকার্যকর। তাই দ্রুততম সময়ের মধ্যে নতুন ওষুধ আমদানি করা হবে। সাঈদ খোকন বলেন, নগর কর্তৃপক্ষ ডেঙ্গু মোকাবেলায় মাঠে আছে, আমরা নগরবাসীর সাহায্য চাচ্ছি। বার বার আহ্বান জানানো সত্ত্বেও অনেক নির্মাণাধীন ভবন মালিক সর্তক হচ্ছেন না। সারা শহরে ডেঙ্গু নিয়ে আতঙ্ক বিরাজ করছে। অথচ ভবন মালিকরা সতর্ক হচ্ছেন না। আমরা ইতোমধ্যে নির্মাণাধীন ভবনগুলো চিহ্নিত করেছি যেগুলোতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এখানে এডিস মশার লার্ভা বা প্রজননক্ষেত্র যে কোন জায়গার তুলনায় অনেক বেশি। এসব ভবন মালিককে সতর্ক করার পরও তারা সতর্ক না হওয়ায় এখন তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মেয়র বলেন, সম্প্রতি এডিস মশা বাড়ায় দক্ষিণ সিটির ৫৭টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম চলমান। যতক্ষণ পর্যন্ত এগুলো নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বসে থাকতে পারি না। তবে কিছু বাড়ির মালিক আছেন যারা এ বিষয়ে কোন রকম সতর্ক নয়, তাদের কারণে আমাদের কাজ আরও বাধাগ্রস্ত হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মেয়র বলেন, ডেঙ্গু নির্মূল করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন, তিনি আমাদের পরামর্শ দিয়েছেন। সরকারের সকল সংস্থা নগর কর্তৃপক্ষকে সাহায্য করছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবশ্যই ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব। হারপিক ও ব্লিচিং পাউডার ছিটিয়ে মশার বংশ বিস্তার করা যায়Ñ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মেয়র খোকন বলেন, এটি সম্পূর্ণভাবে বিশেষজ্ঞদের বিষয়। বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আমি আপনাদের উত্তর দিতে পারব। বিশেষজ্ঞ মতামত ছাড়া এ বিষয়ে উত্তর দেয়া আমার জন্য কঠিন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরে আমাদের বৈঠক আছে। সেখানে এটা নিয়ে আলোচনা করা হবে। এ সময় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ শরীফ, কাউন্সিলল হাসিবুর রহমান মানিকসহ সিটি কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×