ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশে প্রথমবারের মতো বিডিএ্যাপস সামিট

প্রকাশিত: ০৯:৩৬, ৩১ জুলাই ২০১৯

দেশে প্রথমবারের মতো বিডিএ্যাপস সামিট

স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মতো দেশে বিডিএ্যাপস সামিট অনুষ্ঠিত হয়েছে। সামিটে দেশের ৫শ’ জন এ্যাপস ডেভেলপার অংশ নিয়েছিল। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিডিএ্যাপস ডেভেলপার সামিট অনুষ্ঠিত হযেছে। বিডিএ্যাপসের মাধ্যমে নিজেদের তৈরি এ্যাপস দিয়ে গ্রাহকদের নানারকম ডিজিটাল সেবা দিয়ে যাচ্ছেন সামিটে অংশ নেয়া ডেভেলপাররা। এমন একটি আয়োজন দেশজুড়ে এ্যাপ ডেভেলপারদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। ইতোমধ্যে তরুণ এ্যাপ ডেভেলপাররা যাতে তাদের দক্ষতা বাড়াতে পারে এজন্য আইসিটি বিভাগ দেশের ৬৪ জেলাতে শেখ কামাল ইনকিউবেশন সেন্টার স্থাপন করছে। সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির ও আইসিটি বিভাগের আওতায় স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ উপদেষ্টা টিনা এফ জাবিন। এ সময় রবির ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার (সিডিএসও) শিহাব আহমেদসহ অন্য উর্ধতন কর্মকর্তা ও বিডিএ্যাপস দলের সদস্যরা উপস্থিত ছিলেন। রবির সিডিএসও বলেন, গত পাঁচ বছরের মধ্যে বিডিএ্যাপস দেশের বৃহত্তম এ্যাপ্লিকেশন ইকোসিস্টেমে পরিণত হয়েছে। ইতোমধ্যে ৭ হাজার এ্যাপস ডেভেলপারের তৈরি ১৪ হাজার এ্যাপস এ্যাপস্টোরটিতে রয়েছে। চলতি বছর শেষে প্ল্যাটফর্মটিতে ১০ হাজার এ্যাপস ডেভেলপারদের ২০ হাজার এ্যাপ থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ২০২১ সালের মধ্যে প্ল্যাটফর্মটির সঙ্গে ৫০ হাজার এ্যাপস ডেভেলপারকে যুক্ত করবে বিডিএ্যাপস। তার ইচ্ছা দেশের তরুণরা ‘আমি বিডিএ্যাপস করি’- এই পরিচয়ে একদিন গর্ব বোধ করবেন। শিহাব আগ্রহী সব ডেভেলপারদের িি.িনফধঢ়ঢ়ং.পড়স সাইটটি ভিজিট করার এবং এ্যাপ তৈরি করে প্ল্যাটফর্মটির মাধ্যমে অর্থোপার্জনের সুযোগ নেয়ার আহ্বান জানান। বিডিএ্যাপস টিমকে ংঁঢ়ঢ়ড়ৎঃ@নফধঢ়ঢ়ং.পড়স আইডিটিতে মেইল করলে এ্যাপস ডেভেলপমেন্ট সম্পর্কিত যে কোন সহযোগিতা পাওয়া যাবে বলে জানান তিনি। সামিটে উপস্থিত এ্যাপস ডেভেলপাররা এই মুহূর্তে তাদের যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয় সে বিষয়গুলো তুলে ধরেন। বর্তমান করকাঠামো তাদের অগ্রগতিতে প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেন তারা। এ সময় রবি ও এয়ারটেল ছাড়া অন্য অপারেটরেদের গ্রাহকের কাছেও তারা যেন তাদের নির্মিত এ্যাপ বিক্রি করতে পারেন সে সুযোগ তৈরির আশা করেছেন বিডিএ্যাপস ডেভেলপাররা। এছাড়া আন্তর্জাতিক বাজারে নিজেদের এ্যাপ বিক্রি করতে পারার সুযোগ তৈরির জন্য তাগিদ দেন তারা। পাশাপাশি বর্তমানে বিদেশী গ্রাহকদের সঙ্গে আর্থিক লেনদেনের যে সীমাবদ্ধতা রয়েছে এ দিকটিও আলোচনায় উঠে আসে।
×