ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুদ্রানীতি ঘোষণা আজ

প্রকাশিত: ০৯:৩৬, ৩১ জুলাই ২০১৯

মুদ্রানীতি ঘোষণা আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বছরে দুইবারের পরিবর্তে একবার মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ২০০৬ সাল থেকে বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করা হলেও এবার থেকে তার ব্যতিক্রম হচ্ছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন। এটি হবে ২০১৯-২০ পুরো অর্থবছরের জন্য নতুন মুদ্রানীতি। সূত্র জানায়, গত রবিবার বছরে একবার মুদ্রানীতি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওইদিন বিকেলে বাংলাদেশ ব্যাংকের গবর্নর এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সিরাজুল ইসলাম বলেন, মুদ্রানীতি সাধারণত বছরে দুইবার করার কথা। তবে এবার যদি গবর্নর মহোদয় মনে করেন বছরে একবার মুদ্রানীতি করবেন। তাহলে ৩১ জুলাই মুদ্রানীতি ঘোষণা করলেই জানা যাবে। কারণ এটি গবর্নের নিজস্ব বিষয়। তিনি যদি মনে করেন বছরে দুইবারের পরিবর্তে একবার করা হবে তাও হতে পারে। সিরাজুল ইসলাম আরও বলেন, বাজেট বছরে একবার হয়, সেক্ষেত্রে মুদ্রানীতিও বছরে একবার হতে পারে। তবে এটা অগ্রিম না জানাই ভাল। বিষয়টি গবর্নরের এখতিয়ারভুক্ত। বিজ্ঞাপন সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. সালেহ উদ্দিনের আমলে ২০০৬ সাল থেকে প্রথমবারের মতো বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করা হয়। ২০০৫-০৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধ থেকে বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করে আসছে কেন্দ্রীয় ব্যাংক। এরপর থেকে বাংলাদেশ ব্যাংকের পরবর্তী গবর্নর ড. আতিউর রহমানও তা অনুসরণ করে আসছিলেন। এদিকে, ২০১৬ সালের মার্চে দায়িত্ব নেয়া বর্তমান গবর্নর ফজলে কবিরও এতদিন বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করে আসছিলেন। সবশেষ চলতি বছরের ৩০ জানুয়ারি বছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা করা হয়। এদিকে, আগামী ৩১ জুলাই ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারীখাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমানো হতে পারে। অর্থাৎ আগামী অর্থবছরের জন্য ঋণ প্রবৃদ্ধি ১৫ শতাংশ ধরে ২০১৯-২০ অর্থবছরের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হতে পারে। যা চলতি বছরের প্রথমার্ধের ঘোষিত মুদ্রানীতির লক্ষ্যমাত্রার চেয়ে দেড় শতাংশ কম। ২০১৯ সালের জানুয়ারি মাসে ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারী খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৬ দশমিক ৫ শতাংশ। এ সময় বেসরকারী খাতে ১১ দশমিক ২৯ শতাংশ ঋণ প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চলতি বছরে জিডিপির প্রবৃদ্ধি ৮ দশমিক ২০ শতাংশ অর্জন করার জন্য বেসরকারী খাতে ঋণ প্রবৃদ্ধি ১৪ থেকে ১৫ শতাংশই অর্জন হলেই যথেষ্ট। কারণ ২০১৮-১৯ অর্থবছরে বেসরকারী খাতে ঋণ প্রবৃদ্ধি সাড়ে ১১ শতাংশের মতো হলেও জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ১৩ শতাংশ। এছাড়াও নতুন মুদ্রানীতিতে নগদ জমা সংরক্ষণ হারে (সিআরআর) কোন পরিবর্তন আনা হচ্ছে না।
×