ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উন্নয়ন অগ্রাধিকার

চসিকের ২৪৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৯:১২, ৩১ জুলাই ২০১৯

চসিকের ২৪৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ উন্নয়ন ও স্মার্ট সিটি ধারণাকে অগ্রাধিকার দিয়ে ২০১৯-২০ অর্থবছরের জন্য দুই হাজার ৪৮৫ কোটি ৯১ লাখ ৭৮ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। মঙ্গলবার দুপুরে এ বাজেট ঘোষণা করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। একইসঙ্গে তিনি সমাপ্ত ২০১৮-১৯ অর্থবছরের দুই হাজার ৪৫ কোটি ৫১ লাখ ৯৮ হাজার টাকার সংশোধিত বাজেটও পেশ করেন। বাজেট বক্তব্যে চসিক মেয়র নগরী ও নাগরিকদের জীবনমান উন্নয়নে ঘোষিত বাজেট বাস্তবায়নে সর্বোচ্চ প্রয়াস চালানো হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাজেটে নিজস্ব উৎস থেকে প্রাপ্তি দেখানো হয়েছে ৭৩২ কোটি ২৬ লাখ ৭৮ হাজার টাকা। ত্রাণ সাহায্য, উন্নয়ন অনুদান ও অন্য উৎস থেকে আয় দেখানো হয়েছে ১ হাজার ৭৫৩ কোটি ৬৫ লাখ টাকা। উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৬১৬ কোটি টাকা। এছাড়া বেতন ও পারিশ্রমিক খাতে ব্যয় ধরা হয়েছে ২৮২ কোটি ৯০ লাখ টাকা। বাজেটে তুলে ধরা হয়েছে বেশকিছু উন্নয়ন পরিকল্পনা। সরকারের অনুমোদন পেয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে বলে আশাবাদ চসিক মেয়রের। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহার সঞ্চালনায় বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর ও সকল বিভাগীয় প্রধান এবং উর্ধতন কর্মকর্তারা। চসিক মেয়র বলেন, আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে স্মার্ট সিটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ২৭০ কোটি টাকা ডিপিপি প্রণয়ন করে ইতোমধ্যেই মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রথম স্মার্ট নগর হিসেবে আত্মপ্রকাশ করবে চট্টগ্রাম। তিনি বলেন, সিটি কর্পোরেশনের আবশ্যিক সেবা কার্যক্রম হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট সংস্কার ও মেরামতের মাধ্যমে চলাচল উপযোগী রাখা এবং সড়কবাতির মাধ্যমে আলোকায়নের ব্যবস্থা করা। কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর বাইরেও শিক্ষাখাতে ব্যাপক কর্মকা- পরিচালনা করে থাকে। শিক্ষা খাতে প্রতিবছর ৩৬ কোটি টাকা এবং স্বাস্থ্য খাতে ১৩ কোটি টাকাসহ এ দুই খাতে সর্বমোট ৪৯ কোটি টাকা ভর্তুকি প্রদান করার নজির বাংলাদেশের আর কোন সিটি কর্পোরেশনের নেই।
×