ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৃক্ষ মেলার উদ্বোধন

প্রকাশিত: ০৯:০৯, ৩১ জুলাই ২০১৯

বৃক্ষ মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে সাতদিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার সকালে ডাক বাংলো চত্বরে। কৃষি সম্প্রসারণ অধিদফতর ঈশ্বরদীর পক্ষ থেকে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও ভাইস ছেয়ারম্যান আঁতিয়া ফেরদৌস কাকলী। ইউএনও আহাম্মদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে সবজি ও কপি চাষে জাতীয় পদকপ্রাপ্ত কৃষক প্রতিনিধি আব্দুল বারী, নার্সারি প্রতিনিধি মুকুল হোসেন বক্তব্য দেন। ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩০ জুলাই ॥ সদর উপজেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিকল্পে আলোচনা সভা, র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, সদর উপজেলার ইউএনও সুমনা আল মজীদ, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন খান ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান নোমান প্রমুখ।
×