ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা

প্রকাশিত: ০৮:২৫, ৩০ জুলাই ২০১৯

আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন এয়ার কন্ডিশনার আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার খেলা আগামী বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে জাতীয় ক্রীড়া পরিষদের বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে। সবার জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহী দাবাড়–দের বুধবারের মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ নাম জমা দিতে হবে। ৬ দিনব্যাপী অনুষ্ঠেয় এ প্রতিযোগিতা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মোট নগদ দেড় লাখ টাকা ও ওয়ালটন সামগ্রী পুরস্কার দেয়া হবে। এ উপলক্ষে মঙ্গলবার দাবা ফেডারেশনের হল-রুমে এক প্রেস-ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রæপের নির্বাহী পরিচালক ও হেড অব গেমস এ্যান্ড স্পোর্টিস ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ দাবা ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি কে এম শহিদউল্যা, সহ-সভাপতি গাজী সাইফুল তারেক ও প্রতিযোগিতার প্রধান বিচারক হারুন অর রশিদ।
×