ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৭ প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ হবে প্রণোদনার টাকা

প্রকাশিত: ০৩:৪৭, ৩০ জুলাই ২০১৯

২৭ প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ হবে প্রণোদনার টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে চলমান তারল্য সংকট কাটাতে প্রণোদনা স্কিমের অংশ হিসেবে পুণঅর্থায়ন তহবিল থেকে প্রায় ৮৬ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজার সংশ্লিষ্ট ২৭টি প্রতিষ্ঠানকে এখান থেকে অর্থ সহায়তা দেওয়া হবে, যাতে প্রতিষ্ঠানগুলো বাজারে বিনিয়োগ বাড়াতে পারে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্রোকার, ডিলার, মার্চেন্ট ব্যাংক প্রভৃতি। সোমবার অনুষ্ঠিত প্রণোদনা স্কিমের মনিটরিং কমিটির সভায় বরাদ্দের বিষয়টি চুড়ান্ত করা হয়েছে। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান। তিনি পাঁচ সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। চলতি সপ্তাহের মধ্যে আইসিবি আলোচিত তহবিলের অর্থ প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিতরণ করবে বলে জানা গেছে। এর আগে গত সপ্তাহে পুনঅর্থায়ন তহবিলের ৮৬ কোটি টাকা ছাড় করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর পরিপ্রেক্ষিতে ৮৫ কোটি টাকা ছাড় করে বাংলাদেশ ব্যাংক।
×