ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইরি’র প্রতিনিধির পরিচয়পত্র পেশ

প্রকাশিত: ১৩:০৯, ৩০ জুলাই ২০১৯

পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইরি’র প্রতিনিধির পরিচয়পত্র পেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার অব্যাহত রাখবে। বাংলাদেশে ইরি’র নতুন প্রতিনিধি ড. হুমনাথ ভান্ডারি শনিবার পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের কাছে তার পরিচয়পত্র পেশকালে এ কথা বলেন। খবর বাসসর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরি বাংলাদেশের সঙ্গে বিশেষ করে সার্বিক কৃষি উন্নয়নের অর্জনে খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কৃষি ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষিক্ষেত্রের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় সহযোগিতা জোরদার অব্যাহত রাখবে। এ সময় ভান্ডারি কৃষিক্ষেত্রে কর্মরত বিশেষজ্ঞদের সামর্থ্য বিনির্মাণে ইরি’র সহায়তা অব্যাহত রাখার বিষয়টি পুনর্বক্ত করেন। এ সময় তিনি ভিটামিন এ যুক্ত ধান ‘সোনালি ধান’ উদ্ভাবনে বাংলাদেশ রাইস রিসার্স ইনস্টিটিউট বিরি’র সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে বলে জানান। পরিচয়পত্র গ্রহণের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভান্ডারিকে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেসমূহ তুলে ধরেন। তিনি এ সময় বলেন, বাংলাদেশ খাদ্যে আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে বিশ্বে ধান উৎপাদনে চতুর্থ স্থান দখল করেছে। এ সময় তিনি বর্তমান সরকারের নেতৃত্বে স্বাধীনতা পর থেকে বিশেষত গত এক দশকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চিত্র তুলে ধরেন। মোমেন এ সময় বাংলাদেশে তার দায়িত্ব সম্পাদনে সাফল্য কামনা এবং সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আশ্বাস প্রদান করেন।
×