ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আকিবের ‘বঙ্গ’

প্রকাশিত: ১২:২৭, ৩০ জুলাই ২০১৯

আকিবের ‘বঙ্গ’

হিউম্যানোয়েড রোবট সোফিয়ার কথা নিশ্চয় সবার মনে আছে। বিশ্বের প্রথম এই হিউম্যানোয়েড রোবট তৈরি করে হংকংয়ের হ্যানসন রোবটিক্স। ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেফব্রনের অনুকরণে তৈরি করা হয় সোফিয়াকে। এবার বিদেশী কোন রোবট এর গল্প নয়, জানাব বাংলাদেশে তৈরি তরুণ শিক্ষার্থী আহসানুল আকিব এর তৈরি হিউম্যানোয়েড রোবট ‘বঙ্গ’ এর কথা। রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত বিইউবিটির তরুণ একজন শিক্ষার্থী আহসানুল আকিব, যিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়াকালীন সময়ে রোবট ‘বঙ্গ’ নামে একটি হিউম্যানোয়েড রোবট বানিয়েছেন। তার টিমে আরও আছেন হোসাইন খন্দকার, শান্ত ইসলাম, জাহিদুল ইসলাম, ইমরান ও শাকিল। বিইউবিটি ইউনিভার্সিটি এই রোবট তৈরিতে আর্থিকভাবে সহায়তা করে এবং সেই সঙ্গে ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ডক্টর এম আমির আলী নির্দেশনা দিয়ে সহায়তা করেন। রোবটটি বাংলায় কথা বলতে ও বাংলায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে, এছাড়া কোন কিছু ধরতে সক্ষম এই রোবটটি। রোবটটি গাণিতিক কিছু সমস্যার সমাধান করতে সক্ষম যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। রোবটটি তার ২ হাতের ১০টি আঙ্গুল দিয়ে কাজ করতে সক্ষম। রোবটটি বাংলাদেশেই প্রাপ্য সাধারণ কিছু উপাদান দিয়ে তৈরি। রোবটের বডিতে ব্যবহার করা হয়েছে এ্যালুমিনিয়াম ধাতব। রোবটের হাত ও মাথা থ্রিডি প্রিন্টের মাধ্যমে করা হয়েছে। রোবটটি মাত্র তিন মাসের মাথায় আকিব তার টিমসহ তৈরি করে। প্রথম পর্যায়ে রোবটটির নাম রাখা হয়েছিল মিক্। পরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য এর নাম রাখা হয় বঙ্গ। সম্প্রতি আকিব ইন্ডিয়ার একটি রোবটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটির নাম ইউরেকোন ’১৯ যা ফেব্রুয়ারি মাসে কলকাতায় অনুষ্ঠিত হয়। আকিব তার টিমসহ ‘রোবট বঙ্গ’ কে নিয়ে প্রতিযোগিতাটিতে অংশ নেয় এবং সেখানে সে চ্যাম্পিয়ন হয়। রোবটটিকে নিয়ে আকিব রিসার্স পেপার লেখা শুরু করে। আই, সিএএসইআরটি ইন্টারন্যাশনাল কনফারেন্সে তার রিসার্স পেপারটি পাঠানো হয় এবং সেখানে তার পেপার গ্রহণ করা হয়। ইন্টারন্যাশনাল কনফারেন্সটি এই বছরের মে মাসে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন দেশ থেকে রিসার্সার ও সায়েন্টিস্টরা আসেন। একই সঙ্গে ১ জুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইস্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত আইসিআইইভি আন্তর্জাতিক সমাবেশে আকিব রোবট বঙ্গকে তুলে ধরে। যুক্তরাষ্ট্রের এই কনফারেন্সে প্রায় ২০টি দেশ অংশগ্রহণ করে। তারা হচ্ছে জাপান, থাইল্যান্ড, চায়না, জার্মানি, ব্রাজিল, মালয়েশিয়া, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কানাডা, ইরাক, পাকিস্তান ইত্যাদি। প্রায় ৩ দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। সম্প্রতি টেকনোক্রেসি ’১৯ নামে একটি রোবটিক্স কম্পিটিশন রাজশাহী ইউনিভার্সিটি অব ইনজিনিয়ারিং এ্যান্ড টেকনোলোজি (রুয়েট) এ অনুষ্ঠিত হয়, সেখানে আকিব তার রোবটকে নিয়ে প্রজেক্ট শো-কেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সেখানে সে ৩৭টি টিমের মধ্যে চ্যাম্পিয়ন হয়। আকিব কলেজে পড়া অবস্থায় বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করত। ভার্সিটিতে ভর্তি হওয়ার পূর্বেই সে ড্রোন তৈরি করে। তার তৈরি অনেক ড্রোন রয়েছে যেমন রেসিং ড্রোন, ভিডিওগ্রাফি ড্রোন ইত্যাদি। এছাড়া ভার্সিটিতে পড়া অবস্থায় সে ওয়াটার গার্বেজ ক্লিনার রোবট, রুম ক্লিনার রোবোট, হাতের ইশারায় হুইল চেয়ার, রোবটিক আর্ম ইত্যাদি তৈরি করে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে অনেক পুরস্কার অর্জন করেছে। সে জাপান বাংলাদেশ রোবটিক্স ও এ্যাডভান্স টেকনোলোজি রিসার্স সেন্টারের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আছে। সে প্রতিবছর বিভিন্ন ইউনিভার্সিটিতে রোবটিক্সের ওয়ার্কশপও কারিয়ে থাকে। এখন তার নিজস্ব একটি রোবটিক্স প্রতিষ্ঠান রয়েছে নাম ‘রোবটেক ভেলি’। প্রতিষ্ঠানটিতে রোবটিক্সের ট্রেনিং করানো হয় বেসিক টু এ্যাডভান্স। সেখানে রোবট রিসার্স ল্যাব আছে। সেখানে তারা এখন বিভিন্ন রোবট ডেভেলপ করে। তার স্বপ্ন এখন উন্নত রোবট বানানো যা দেশের মানুষের উপকারে আসবে।
×