ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একাদশ-দ্বাদশ শ্রেণীর

প্রকাশিত: ১২:১৯, ৩০ জুলাই ২০১৯

একাদশ-দ্বাদশ শ্রেণীর

১. পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী? ক) Civis খ) Civitas গ) Polis ঘ) Civics 2. Civitas শব্দের অর্থ কী? ক) নগর খ) নগররাষ্ট্র গ) রাষ্ট্র ঘ) নাগরিকতা ৩. নাগরিকতা বিষয়ক বিজ্ঞান কোনটি? ক) ইতিহাস খ) অর্থনীতি গ) পৌরনীতি ঘ) যুক্তিবিদ্যা ৪.‘মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক ও রাজনৈতিক জীব।’ উক্তিটি কে করেছেন? ক) প্লেটো খ) উইলোবি গ) রুশো ঘ) এরিস্টটল ৫. কোনটি পৌরনীতি ও সুশাসনের ইংরেজি প্রতিশব্দ? ক) Civics and Good Governance খ) Civis and Good Governance গ) Civitas and Good Governance ঘ) Civics and Civitas ৬. ‘নাগরিকতার সঙ্গে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে, তাই পৌরনীতি’-উক্তিটি কার? ক) সক্রোটিস খ) এফ আই গ্লাউড গ) এরিস্টটল ঘ) ই এম হোয়াইট ৭. পৌরনীতি শব্দটি কোন ভাষায় শব্দ? ক) সংস্কৃত খ) ফরাসী গ) উর্দু ঘ) হিন্দি ৮. কোন ভাষায় নগরকে পুর বা পুরী বলা হয়? ক) গজরাটি খ) ফরাসী গ) সংস্কৃত ঘ) মণিপুরী ৯. আজমল সাহেব এলাকার মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মেঘনাথ বাবু একই এলাকায় একটি মন্দির পরিচালনা করেন। উভয়ের পরিচালিত প্রতিষ্ঠানগুলো কী ধরনের প্রতিষ্ঠান? ক) আন্তর্জাতিক প্রতিষ্ঠান খ) সামাজিক প্রতিষ্ঠান গ) রাজনৈতিক প্রতিষ্ঠান ঘ) অর্থনৈতিক প্রতিষ্ঠান ১০. বর্তশানে নগরারাষ্ট্রের স্থান দখল করেছে কোনটি? ক) মহাদেশ খ) বৃহদায়তন রাষ্ট্র গ) প্রদেশ ঘ) সিটি কর্র্পোরেশন ১১. পৌরনীতি কোন বিজ্ঞানের শাখা? ক) ভৌত বিজ্ঞান খ) অজৈব বিজ্ঞান গ) সামাজিক বিজ্ঞান ঘ) প্রাণ বিজ্ঞান ১২. প্রাচীন গ্রিসে কোন অধিকার ভোগকারীদের নাগরিক বলা হতো? ক) রাজনৈতিক খ) সামাজিক গ) অর্থনৈতিক ঘ) সাংস্কৃতিক ১৩. জাতীয় রাষ্ট্রের ধারণা প্রথম কে ব্যক্ত করেন? ক) এরিস্টটল খ) টমাস হবস গ) রুশো ঘ) ম্যাকিয়াভেলি ১৪. পৌরনীতি ও সুশাসন পাঠের ফলে নাগরিকগণ কোন স্বার্থকে বেশি প্রাধান্য দেয়? ক) সামাজিক স্বার্থ খ) ব্যক্তিস্বার্থ গ) গোষ্ঠী স্বার্থ ঘ) দলীয় স্বার্থ ১৫. The Philosophy of Citizenship গ্রন্থটির রচয়িতা কে? ক) জেমস গুল্ড খ) এফ আই গ্লাউড গ) ই এম হোয়াই ঘ) জর্জ জেলেনিক ১৬. উচ্চ মাধ্যমিকের ক্লাসে বাংলাদেশের সমুদ্র বিজয় সম্পর্কিত আলোচনা সাধারণত কোন বিষয়ে স্থান পাবে? ক) অর্থনীতি খ) ইতিহাস গ) পৌরনীতি ও সুশাসন ঘ) যুক্তিবিদ্যা ১৭. ফাঁকা ঘরে নিচের কোনটিকে বসানো যাবে? ক) জাতিসংঘ খ) সমাজ গ) সার্ক ঘ) ব্যক্তিজীবন ১৮. রনি রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিকতা ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আগ্রহ প্রকাশ করলে তার বোন মোর্শেদা তাকে একটি বিষয় পড়তে বলল। মোর্শেদা রনিকে কোন বিষয় পড়তে বলল? ক) অর্থনীতি খ) সমাজবিজ্ঞান গ) নীতিশাস্ত্র ঘ) পৌরনীতি ও সুশাসন ১৯. ঈরারং+ ঈরারঃধং=ঈরারপং যার আলোচ্য বিষয় হচ্ছে র) নাগরিকের অধিকার ও কর্তব্য রর) নাগরিকের আচার-আচরণ ও সংস্কৃতি ররর) বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২০. পৌরনীতি অধ্যায়নের মাধ্যমে নাগরিকগণ জানতে পারবে- র) রাষ্ট্রের অতীত ও বর্তমান রূপ রর) প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্র সম্পর্কে ররর) সম্পদ বণ্টনের অতীত ও বর্তমান রূপ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর পৌরনীতি পরিধি ২৫. পৌরনীতি বিষয়ের নতুন নাম কী? ক) পৌরনীতি ও শাসন খ) পৌরনীতি ও লোক প্রশাসন গ) পৌরনীতি ও শাসনব্যবস্থা ঘ) পৌরনীতি ও সুশাসন ২৬. জাতিরাষ্ট্র আয়তনে কেমন? ক) ক্ষুদ্র খ) নগরের সাদৃশ গ) বিশাল ঘ) অতি বিশাল ২৭.‘দেশ ঠিক মায়ের মতোই’-ই উপলব্ধিকে কী বলা যায়? ক) মানবতাবোধ খ) ভ্রাতৃত্ববোধ গ) দেশাত্মবোধ ঘ) মমত্ববোধ ২৮. মানবসভ্যতার বিকাশে আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান কোনটি? ক) সমাজ খ) রাষ্ট্র গ) পরিবার ঘ) গোষ্ঠী ২৯. কোন ধরনের তত্ত্ব পৌরনীতির আলোচন্য বিষয়ের অন্তর্ভুক্ত? ক) জনসংখ্যা খ) রাজনৈতিক গ) অর্থনৈতিক ঘ) বিবর্তন ৩০. কোনটি বৈশ্বিক সংগঠন? ক) সার্ক খ) জাতিসংঘ গ) আসিয়ান ঘ) ইইউ ৩১. ইতিহাস নাগরিকতার অতীতের আলোকে নাগরিকতার কোন পথকে নির্দেশ করে? ক) বর্তমানের খ) উন্নতির গ) ভবিষ্যতের ঘ) প্রগতির ৩২. বাংলাদেশের সংবিধান সম্পকির্ত আলোচনা নাগরিকতার কোন দিক সম্পর্কিত আলোচনার অন্তর্ভুক্ত ক) আন্তর্জাতিক খ) আঞ্চলিক গ) জাতীয় ঘ) স্থানীয় ৩৩. বাংলাদেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়। এ বিষয়ে সম্পর্কে জানতে হলে কোন ছাত্রকে কোন ধরনের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে হবে? ক) সামাজিক খ) অর্থনৈতিক গ) রাজনৈতিক ঘ) সাংস্কৃতিক ৩৪. ভাষা আন্দোলন, ৬ দফা, ১৯৭০ এর নির্বাচন, ১৯৯০-এর গণঅভ্যুত্থান প্রভৃতি বিষয়গুলো কোন জাতীয় ঘটনা? ক) প্রশাসনিক খ) রাজনৈতিক গ) সামাজিক ঘ) দলীয় ৩৫. মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা সফলে গিয়ে সেখানকার রাষ্ট্রপতি ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ বিষয় দ্বারা কোনটি বোঝা যায়? ক) আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা খ) অর্থনৈতিক অগ্রগতি গ) মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য ঘ) মানবতা ৩৬. হাসান গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় স্থায়ীভাবে বসবাস করে। হাসানের সিটি কর্পোরেশন নাগরিকতার কোন দিন? ক) জাতীয় দিক খ) আন্তর্জাতিক দিক গ) স্থানীয় দিক ঘ) আঞ্চলিক দিন ৩৭. মিজান সাজেব একজন সরকারি কলেজের শিক্ষক। তিনি ছাত্রদেরকে পড়াশোনার পাশাপাশি নাগরিকের অধিকার, কর্তব্য ও সুনাগরিকদের গুণাবলী অর্জনের উপায় ও শিক্ষা দেন। তিনি নাগরিকতার কোন দিকটি নিয়ে কাজ করছেন? ক) জাতীয় দিক খ) স্থানীয় দিক গ) আন্তর্জাতিক দিক ঘ) আঞ্চলিক দিক ৩৮. বাংলাদেশের জনগণ ভাষার দাবিতে ১৯৫২ সালে ভাষা আন্দোলন করে। এটি নাগরিকতার কোন দিককে ইঙ্গিত করে? ক) স্থানীয় দিক খ) জাতীয় দিক গ) আন্তর্জাতিক দিক ঘ) আঞ্চলিক দিক ৩৯. রওনক তার দেশের বিভিন্ন সময়কার সরকারের সফলতা ও ব্যর্থতা সম্পর্কে জানতে চায়। তার কোন বিষয়টি পাঠ করা উচিত? ক) সমাজবিজ্ঞান খ) ইতিহাস গ) পৌরনীতি ঘ) নৃ-বিজ্ঞান ৪০. কামাল ইসলাম ধর্মে আর রাজিব সাহা হিন্দু ধর্মে বিশ্বাসী। দুজনেই সাম্প্রদায়িক গোঁড়ামি, দীনতা, কুসংস্কুর প্রভৃতি থেকে মুক্ত। কামাল ও রাজিব কোন বিষয়ের জ্ঞান লাভ করেছে বলে মনে কর? ক) লোক প্রশাসন খ) অর্থনীতি গ) প্রাণ বিজ্ঞান ঘ) পৌরনীতি ও সুশাসন উত্তর:- ১. ঘ ২. খ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. ক ৮. গ ৯. খ ১০. খ ১১. গ ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. গ ১৬. গ ১৭. ক ১৮. ঘ ১৯. ঘ ২০. ঘ ২৫. ঘ ২৬. গ ২৭. গ ২৮. গ ২৯. খ ৩০. খ ৩১. গ ৩২. গ ৩৩. গ ৩৪. খ ৩৫. ক ৩৬. গ ৩৭. ক ৩৮. খ ৩৯. গ ৪০. ঘ
×