ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে শঙ্কা

প্রকাশিত: ১২:০৫, ৩০ জুলাই ২০১৯

চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে শঙ্কা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে হয়ত বাণিজ্য চুক্তি করতে চায় না চীন। এমন আশঙ্কা করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, নতুন প্রেসিডেন্টের সঙ্গে নতুন বাণিজ্য সম্পর্ক স্থাপনের চিন্তা করছে চীন। শীঘ্রই চুক্তি না হলেও চীনের সঙ্গে ১ বছরের বেশি সময় ধরে চলা দ্বন্দ্ব অবসানের পূর্বাভাস দেন মার্কিন প্রেসিডেন্ট। দীর্ঘ বিরতির পর মঙ্গলবার আবারও আলোচনায় বসতে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দ্বিতীয় পর্যায়ের প্রথম বৈঠক হবে সাংহাইয়ে। এদিকে আলোচনা শুরুর আগেই নিজেদের মধ্যে বাণিজ্য বাড়িয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। সপ্তাহের শুরুতেই যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানির নতুন ফরমায়েশ দিয়েছে বেজিং।
×