ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লোকসানে শেয়ারবাজারের ৩০ কোম্পানি

প্রকাশিত: ১১:৫৯, ৩০ জুলাই ২০১৯

লোকসানে শেয়ারবাজারের ৩০ কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৫৬টি কোম্পানির মধ্যে সর্বশেষ অর্থবছরের ব্যবসায় ৩০ কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে। এর মধ্যে লোকসানে সবার ওপরে রয়েছে শ্যামপুর সুগার মিলস। কোম্পানিটির সর্বশেষ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৩.৮২ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ শেয়ারপ্রতি লোকসান করা কোম্পানিটি হচ্ছে জিল বাংলা সুগার মিলস। এ কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮০.৮২ টাকা। আর তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) হয়েছে ৬৯.৫৫ টাকা লোকসান। লোকসানি অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্ল্যাক্সোস্মিথক্লাইনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫২.৭৫ টাকা। এছাড়া নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিংয়ের ১৭.১৫ টাকা, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৭.৯৭ টাকা, মেঘনা কনডেন্সড মিল্কের ৭.৮৯ টাকা, ফারইস্ট ফাইন্যান্সের ৫.৭২ টাকা, বাংলাদেশ সার্ভিসেসের ৫.৬৭ টাকা, জিকিউ বলপেনের ৫.১২ টাকা, আরামিট সিমেন্টের ৪.৫৬ টাকা, দুলামিয়া কটনের ৪.০৪ টাকা, বেক্সিমকো সিনথেটিক্সের ৩.১২ টাকা, মিথুন নিটিংয়ের ২.২৪ টাকা, ন্যাশনাল টিউবসের ১.৮৭ টাকা, উসমানিয়া গ্লাসের ১.৩৭ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ১.২২ টাকা, তাল্লু স্পিনিংয়ের ১.১৩ টাকা, এটলাস বাংলাদেশের ১.১১ টাকা, গোল্ডেন সনের ১.০৪ টাকা, হাক্কানি পাল্পের ০.৯৬ টাকা, আইসিবি ইসলামিক ব্যাংকের ০.৬১ টাকা, সোনারগাঁও টেক্সটাইলের ০.৫৭ টাকা, ইমাম বাটনের ০.৪ টাকা, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ০.৩৯ টাকা, বিচ হ্যাচারির ০.৩৭ টাকা, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ০.১৮ টাকা, ইস্টার্ন ক্যাবলসের ০.১৪ টাকা, ফেমিলিটেক্সের ০.০৭ টাকা ও সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ০.০২ টাকা লোকসান হয়েছে। উল্লেখ্য, যেসব কোম্পানির সর্বশেষ অর্থবছরের আর্থিক হিসাব প্রকাশ হয়নি এবং বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়নি, সেসব কোম্পানি কেডিএসই কর্তৃপক্ষ বিবেচনায় নেয়নি। ফলে আগের বছরে লোকসান করলেও ২০১৭-১৮ অর্থবছরের আর্থিক প্রকাশ না করা কোম্পানি সমূহকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
×