ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় কাল মুক্তালয়ের ‘এ যুগের আলাদিন’

প্রকাশিত: ০৯:৩১, ৩০ জুলাই ২০১৯

শিল্পকলায় কাল মুক্তালয়ের ‘এ যুগের আলাদিন’

স্টাফ রিপোর্টার ॥ মুক্তালয় নাট্যাঙ্গন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাট্য সংগঠন। দলের অন্যতম প্রশংসিত প্রযোজনা ‘এ যুগের আলাদিন’। আগামীকাল ৩১ জুলাই বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির একটি প্রদর্শনী হবে। ‘এ যুগের আলাদিন’ নাটকটি রচনা করেছেন শেখ আলাউদ্দিন। নির্দেশনা দিয়েছেন মুক্তালয় নাট্যাঙ্গন বাংলাদেশের দল প্রধান আমিনুল হক আমীন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মাধুরী খন্দকার, আমিনুল হক আমীন, শেফালী কুসুম, দ্বীপ চৌধুরী, মাহমুদ হাসান ইমন, আসমা আলম টুনি, গোলাম কিবরিয়া, ঐসি ইসলাম, আকাশ মাহমুদ, শ্যামল বিশ্বাস, রুহুল আমিন হাওলাদার প্রমুখ। নাটকের মঞ্চ পরিচালনায় রুহুল আমিন হাওলাদার, আলোক প্রক্ষেপণে আকবর, রূপসজ্জায় সুবল, আবহসঙ্গীত নিয়ন্ত্রণে আশিকুন নবী রিমন, মিলনায়তন ব্যবস্থাপনায় মফিজুর রহমান রুমি, টিপু সুলতান ও নজরুল ইসলাম কাজল। সার্বিক তত্ত্বাবধানে মোঃ আলী আশরাফ ইফতেখার। ‘এ যুগের আলাদিন’ বর্তমান যুগ ও সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে রচিত একটি সিরিও কমেডি জাতীয় বক্তব্য প্রধান প্রতীকী নাটক। নাটকে রূপকথার আলাদিন এবং দৈত্যের চরিত্র উপমা ও প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে সত্য উদার নির্মোহ ও নীতিবান মানুষ আলাদিন। নিজের জন্য না ভেবে অপরের জন্য সবকিছু উজাড় করে দেয়। আলাদিনের বিশ্বস্ত কর্মচারী ফটিক প্রভুর প্রতি তোষামোদি ও চাটুকার হিসেবে সিদ্ধহস্ত। ফটিকের তোষামোদির আড়ালে থাকে সঙ্কীর্ণ স্বার্থপরতার এক ভয়াবহ রূপ। আলাদিনের সরলতা ও বিশ্বাসের সুযোগে তার ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে আসে ফটিক। ফলে আলাদিনের সংসারে নেমে আসে চরম দরিদ্রতার অন্ধকার। আলাদিন যখন দরিদ্রতার অভিশাপে চরম উদ্বিগ্ন ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিল, ঠিক তখনই ধূর্ত লোভাতুর ফটিকের কথায় উদ্বুদ্ধ হয়ে আলাদিন তার সযতেœ রাখা জীর্ণ জাদুর চেরাগটি ঘষা শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর দৈত্য এসে হাজির হয়। দারিদ্র্য বিমোচনের জন্য দৈত্যের কাছে সাহায্য চায় আলাদিন। যথারীতি মালিকের হুকুম তামিল করে মহামূল্যবান স্বর্ণমুদ্রা এনে আলাদিনের হাতে তুলে দেয় দৈত্য। ওই ধনরতেœর তীব্র লিপ্সায় উন্মত্ত ফটিক সুযোগ বুঝে তা চুরি করে পালিয়ে যেতে ব্যর্থ হয়। ধরা পড়ে জনতার হাতে। জনতার রুদ্ররোষে ফটিক নিজেকে রক্ষা করতে পারে না। ফটিককে ইতিহাসের অমোঘ সত্য ও করুণ পরিণতি বরণ করতে হয়।
×