ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাইজিরিয়ায় ৬৫ জনকে গুলি করে হত্যা ‘জঙ্গী’দের

প্রকাশিত: ০৯:২০, ৩০ জুলাই ২০১৯

নাইজিরিয়ায় ৬৫ জনকে গুলি করে হত্যা ‘জঙ্গী’দের

নাইজিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে দাফন শেষে ফিরে আসার সময় একদল গ্রামবাসীর ওপর সন্দেহভাজন জঙ্গীদের হামলার অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রতি অন্যতম প্রাণঘাতী এ হামলার খবর দিয়েছে। তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু জঙ্গীগোষ্ঠী বোকো হারাম ও প্রতিদ্বন্দ্বী জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকার (আইএসডব্লিউএ) দলছুট একটি অংশ ওই এলাকায় প্রায়ই হামলা চালিয়ে থাকে। শনিবার বোর্নোর রাজধানী মাইদুগুরির নিকটবর্তী একটি গ্রামে হামলার এ ঘটনাটি ঘটে। দাফন শেষে ফিরে আসার সময় হামলাকারীরা ২১ জনকে হত্যা করে, এরপর স্থানীয়রা হামলাকারীদের প্রতিরোধ করার চেষ্টাকালে আরও ৪৪ জন নিহত হন বলে স্থানীয় সরকারের চেয়ারম্যান মোহাম্মদ বুলামার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন। হামলাকারী বন্দুকধারীরা মোটরসাইকেল ও ভ্যানে করে গ্রামটিতে উপস্থিত হয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুই সপ্তাহ আগে ওই গ্রামটির বাসিন্দারা বোকো হারামের ১১ জঙ্গীকে হত্যা করেছিল। ওই ঘটনার প্রতিশোধ নিতে এ হামলাটি চালানো হয়েছে বলে ধারণা চেয়ারম্যান বুলামার। রবিবার নাইজিরিয়ার প্রেসিডেন্ট দফতর থেকে দেয়া এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি। হামলাটি যারা করেছে তাদের ধরার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। বোর্নো রাজ্য বোকো হারাম ও আইএসডব্লিউএ’র বিদ্রোহী তৎপরতার উপকেন্দ্র। -বিবিসি
×