ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অজ্ঞাত রাসায়নিকে নাভালনির চামড়ায় ফুসকুড়ি, এ্যালার্জি

প্রকাশিত: ০৯:১৯, ৩০ জুলাই ২০১৯

অজ্ঞাত রাসায়নিকে নাভালনির চামড়ায় ফুসকুড়ি, এ্যালার্জি

রাশিয়ার বিরোধীদলীয় রাজনৈতিক নেতা এ্যালেক্সি নাভাল্নিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত রাসায়নিক বস্তুর কারণে তার শরীরে ক্ষতিকর প্রভাব দেখা দিয়েছে বলে তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের একজন বলেন। বিরোধীদলীয় নেতা নাভালনিকে রবিবার কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়। গত সপ্তাহে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানোয় তাকে আটক করা হয় এবং ৩০ দিনের কারাদণ্ড দেয়া হয়। শনিবারও বিক্ষোভ অব্যাহত ছিল। বিক্ষোভের সময় পুলিশ ব্যাপক আগ্রাসী মনোভাব দেখায় এবং সেখান থেকে এক হাজার তিন শ’র বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। রবিবার হাসপাতালের বাইরে থেকেও তার ১০ সমর্থককে আটক করা হয়। এর আগে ২০১৫ সালে ক্রেমলিনের বাইরে বিরোধীদলীয় রাজনীতিবিদ বরিস নেমৎসোভকে গুলি করা হত্যা করা হয়। আপাতত নাভালনির জীবন সঙ্কটাপন্ন না হলেও, তার শারীরিক অবস্থার সংবাদ আতঙ্কের কারণ হবে। রবিবার সকালে নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেন, তার (নাভালনি) শরীরে এ্যালার্জির মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তিনি আরও বলেন, এর আগে তার শরীরে কখনও এ্যালার্জি ছিল না। তিনি বলেন, নাভালনির মুখে মারাত্মক প্রদাহ হচ্ছে এবং চামড়া লাল হয়ে গেছে। কারাগারের দূরবস্থার কথা উল্লেখ করে রবিবার বিকেলে নাভালনির সহযোগী লিওনিদ ভলকোভ বলেন, নাভালনির শারীরিক অবস্থা নিয়ে তিনি চিন্তিত নন। কারণ গত মাসে তাকেও এই কক্ষেই রাখা হয়েছিল এবং তার চামড়ায় ছোট ছোট ফুসকুড়ি উঠেছিল। রবিবার রাতে নাভালনির চিকিৎসকদের অন্যতম আনাসতাসিয়া ভ্যাসিলিয়েভা ফেসবুকে এক পোস্টে লেখেন, তিনি এবং তার এক সহকর্মী নাভালনিকে হাসপাতালে দেখতে যান। প্রথমে তাদের প্রবেশে বাধা দেয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তার শারীরিক অবস্থা পরীক্ষা করতে সমর্থ হন। চক্ষুরোগ বিশারদ ভ্যাসিলিয়েভা বলেন, এটা নিশ্চিত যে, নাভালনি এ্যালার্জিতে ভোগেন নাই, কিন্তু বিষাক্ত বস্তুর কারণে তার এ সমস্যা হয়েছে। এর আগে ২০১৭ সালে ক্রেমলিনপন্থীরা তার ওপর সবুজ রং ছিটিয়ে দিলে তার চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং তখন তার চিকিৎসা করেছিলেন এই ভ্যাসিলিয়েভা। সে তার একটি চোখ অস্থায়ীভাবে অন্ধ হয়ে গিয়েছিল। ভ্যাসিলিয়েভা লেখেন, ‘তৃতীয় কোন ব্যক্তি তার ওপর রাসায়নিক নিক্ষেপ করেছে এবং এর ফলে বিষক্রিয়া হয়েছে এ বিষয়টি এড়িয়ে যেতে পারি না আমরা।’ নাভালনির সঠিক চিকিৎসা নিশ্চিত করার জন্য তিনি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেয়নি। রাশিয়ার রেইন টিভির এক প্রতিবেদক জানান, হাসপাতালের বাইরে থেকে রবিবার সন্ধ্যায় নাভালনির কমপক্ষে ১০ সমর্থককে আটক করে পুলিশ। -গার্ডিয়ান
×