ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কলিনড্রেসের জোড়া গোলে সাইফকে হারালো কিংস

প্রকাশিত: ০৮:১৭, ২৯ জুলাই ২০১৯

কলিনড্রেসের জোড়া গোলে সাইফকে হারালো কিংস

স্পোর্টস রিপোর্টার ॥ দুই ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জিতে গেলে অনেক ক্ষেত্রেই সেই দল পরের ম্যাচগুলোতে সেভাবে সিরিয়াস হয়ে খেলে না বা জিততে পারে না ... এমনটা অনেক ফুটবলপ্রেমীরই ধারণা, তাছাড়া এমনটা অনেকক্ষেত্রে দেখাও যায়। তবে সোমবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বসুন্ধরা কিংস এমনটি হতে দেয়নি। তারা ‘সিরিয়াস’ খেলেই জয় কুড়িয়ে নিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে তারা এদিন হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে, ২-০ গোলে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল এগিয়েছিল ১-০ গোলে। গত ১১ এপ্রিল লিগের প্রথম লেগে সাইফকে ৩-২ গোলে হারিয়েছিল কিংসরা। নিজেদের ২৩তম ম্যাচে এটা ২০তম জয় কিংসের। ৬২ পয়েন্ট তাদের। আগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ড্র করে শিরোপা জিতে নেয়া দলটির লিগে এখনও এক ম্যাচ বাকি আছে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা সাইফের পঞ্চম হার। ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। এই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে সাইফের হয়ে খেলতে পারেননি অধিনায়ক-মিডফিল্ডার জামাল ভূঁইয়া। গত ২০ জুলাই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ’-এর ঢাকা আবাহনী লিমিটেড বনাম সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের মধ্যকার খেলার রেফারি সম্পর্কে একটি বেসরকারী টিভি চ্যানেলে সাইফের অধিনায়ক জামাল ভুঁইয়া একটি সাক্ষাৎকার দেন, যা গত ২২ জুলাই ওই টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়। বাফুফে ডিসিপ্লিনারী কমিটি কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন নিয়মিত খেলোয়াড় ও বর্তমান অধিনায়ক হিসেবে জামাল ভুইয়া বাংলাদেশের প্রতিনিধিত্ব করার বিষয়টিও আমলে নেয়া হয়। সার্বিক বিষয়সমূহ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে বাফুফে ডিসিপ্লিনারী কমিটি তাকে লিগের এক ম্যাচে সাসপেন্ড করে। জামালবিহীন সাইফ গোল হজম করে পিছিয়ে যেতে পারত ১৩তম মিনিটে। কিন্তু ইমন বাবুর পেনাল্টি শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন সাইফ গোলরক্ষক সাইফুল ইসলাম। সাইফের একটি আক্রমণ গোললাইন থেকে ফেরার পর দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেসান্দ্রো সেলিনও বাঁ দিক দিয়ে আক্রমণে ঢুকে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদে ব্যর্থ হন। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২ মিনিটে) এগিয়ে যায় এবারের লিগে টানা ১৪ ম্যাচ জয়ের রেকর্ড গড়া কিংস। ডি-বক্সের বাইরে থেকে বল নিয়ে ঢুকে চমৎকার কৌনিক শটে গোল করেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান উইঙ্গার-অধিনায়ক ড্যানিয়েল কলিনড্রেস (১-০)। দ্বিতীয়ার্ধের শেষদিকে বদলী ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজের ক্রস হেডে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন কলিনড্রেস (২-০)। লিগে এটা তার ব্যক্তিগত একাদশ গোল। শেষ পর্যন্ত এই স্কোরলাইন নিয়েই জিতে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার চিত্তসুখ নিয়ে মাঠ ছাড়ে অস্কার ব্রুজোনের শিষ্যরা।
×