ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী

প্রকাশিত: ০৩:০০, ২৯ জুলাই ২০১৯

বরিশালে বেড়েই চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সময়ের সাথে সাথে বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সোমবার সকাল পর্যন্ত ২৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ২০ পুরুষ ও পাঁচজন নারী। শনিবার যার সংখ্যা ছিল মাত্র ১২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। গত ১৬ জুলাই থেকে সোমবার সকাল পর্যন্ত বরিশালে ৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের বরাত দিয়ে বলেন, ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগ রোগী ঢাকা থেকে ডেঙ্গুর জীবানু শরীরে বহন করে বরিশালে এসেছেন। অপরদিকে গৌরনদী উপজেলা হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন জানান, রবিবার সন্ধায় আরও দুইজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। রাতে তাদের হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা হলেন-দক্ষিণ গৈলা গ্রামের ইউসুফ সরদারের পুত্র ইসমাইল সরদার (৮) ও আস্কর গ্রামের মনিন্দ্র অধিকারীর পুত্র হৃদয় অধিকারী (২৭)। এর আগে একই হাসপাতালে গত বৃহস্পতিবার ঢাকা থেকে ডেঙ্গু জ্বর নিয়ে এসে ভর্তি হয়েছিলেন উজিরপুর উপজেলার বড়কোঠা গ্রামের আলমগীর বেপারীর পুত্র মামুন বেপারী (২৫) ও হাওলা গ্রামের গৌরাঙ্গ হালদারের পুত্র অজয় হালদার (১৮)।
×