ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৯৩ হাজার ৩৮৪ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

প্রকাশিত: ১২:৫৩, ২৯ জুলাই ২০১৯

 ৯৩ হাজার ৩৮৪  হজযাত্রী সৌদি পৌঁছেছেন

জনকণ্ঠ ডেস্ক ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ার লাইন্সের ২৬০ হজ ফ্লাইটে ৯৩ হাজার ৩৮৪ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। রবিবার ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, ২৭ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারী ব্যবস্থাপনার বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ১৩৬ ও সৌদি এয়ারলাইন্সের ১২৪ হজ ফ্লাইটে এসব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন। খবর বাসসর। এর মধ্যে মোট ২৬০ হজ ফ্লাইটে ৫ হাজার ১৯ জন সরকারী ব্যবস্থাপনায় এবং বেসরকারী ব্যবস্থাপনায় ৮৮ হাজার ৩৬৫ হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। এ বছর প্রথমবারের মতো ঢাকায় বাংলাদেশ বিমানবন্দর থেকে সৌদি আরবের প্রিএ্যারাইভাল ইমিগ্রেশন চালু করা হয়েছে। যার ফলে সৌদি আরবের বিমানবন্দরে পৌঁছে হজযাত্রীরা ইমিগ্রেশনের জন্য অপেক্ষা না করে সরাসরি বের হয়ে সহজেই গন্তব্যে পৌঁছতে পারবেন। এবার ৫৯৮ হজ এজেন্সির মাধ্যমে সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ হজযাত্রী সৌদি আরব যাবেন। ২৯ জুলাইয়ের মধ্যে সব হজ এজেন্সিকে হজযাত্রীদের বিমান টিকেট ও ভিসা নিশ্চিত করার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে।
×