ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেডিএ’র চেয়ারম্যান পদে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দাবি

প্রকাশিত: ০৯:৪৪, ২৯ জুলাই ২০১৯

 কেডিএ’র চেয়ারম্যান পদে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে রবিবার বেলা এগারোটায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে খুলনার স্থানীয় প্রতিনিধিদের মধ্য হতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ, দ্রুত বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু, খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। আর এ দাবিতে ৩১ জুলাই শিববাড়ি মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহসচিব শেখ আশরাফ উজ জামান। তিনি বলেন, খুলনার অবকাঠামোগত উন্নয়নের জন্য ১৯৬১ সালে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) গঠিত হলেও অদ্যাবধি কেডিএ খুলনায় তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগাতে পারেনি। কেডিএ’র চেয়ারম্যান হিসেবে যিনি নিয়োগপ্রাপ্ত হয়ে আসেন তার মেয়াদকাল স্বল্প হওয়ায় এবং খুলনার গণমানুষের অভাব-অভিযোগ, চাহিদা সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা না থাকায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। খুলনার মানুষের চাহিদার কথা বিবেচনায় নিয়ে স্থানীয় প্রতিনিধিদের মধ্য থেকে কেডিএ চেয়ারম্যান নিয়োগের জন্য আমরা দাবি জানচ্ছি। সংবাদ সম্মেলনে একই সঙ্গে নিজস্ব অর্থায়নে অবিলম্বে খানজাহান আলী বিমানবন্দর বাস্তবায়ন করা, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন ও জ্বালানি বান্ধব শিল্প স্থাপনে দ্রুত পাইপলাইনে গ্যাস সরবরাহ করাসহ বিভিন্ন দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ শেখ মোশাররফ হোসেন, সংগঠনের নেতা মোঃ নিজামউর রহমান লালু, শাহিন জামাল পন, মিনা আজিজুর রহমান, আলহাজ এস এম দাউদ আলী, মোঃ ফজলুর রহমান, এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, মনিরুজ্জামান রহিম প্রমুখ।
×