ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভালুকায় শিশু হত্যার বিচার দাবি

প্রকাশিত: ০৯:৪১, ২৯ জুলাই ২০১৯

 ভালুকায় শিশু  হত্যার বিচার  দাবি

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৮ জুলাই ॥ ভালুকায় পাঁচ বছরের শিশু ফারজানা আক্তারকে হত্যার প্রকৃত খুনীদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘ভালুকার প্রতিবাদী যুবসমাজ’ এর ব্যানারে রবিবার সকালে ভালুকা-গফরগাঁও সড়কের উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। গত বছরের ৯ নবেম্বর উপজেলার পাঁচগাঁও গ্রামে নিখোঁজের ১০ ঘণ্টা পর বাড়ির পাশের একটি জঙ্গল থেকে অর্ধ ঝুলন্ত অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করেছিল পুলিশ। ঘটনার প্রায় ৯ মাস অতিবাহিত হলেও পুলিশ এখনও ওই চাঞ্চল্যকর মামলাটির চার্জশীট না দেয়ায় ও প্রকৃত খুনীরা ধরা-ছোঁয়ার বাইরে থাকায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন উপস্থিত জনতা। মানববন্ধনে উপস্থিত শিশুটির বাবা ফজলুল হক ওরফে ফজু মিয়া তার বক্তব্যে বলেন, ‘চাচির পরকীয়া সম্পর্ক দেখে ফেলার জেরে আমার মেয়ে খুন হয়, আমি গরিব বলে ঘটনার নয় মাস পার হলেও এখনও আমার মেয়ে হত্যার বিচারের কোন অগ্রগতি করতে পারিনি। পুলিশ এখনও মামলার চার্জশীট দেয়নি। মূল খুনীরা রয়েছে ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে খুনীরা, তারা আমাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। একজন রয়েছে দেশের বাইরে। আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। এ হত্যাকা-ের সঙ্গে বেশ কয়েকজন জড়িত থাকলেও গ্রেফতার হয় মাত্র দুজন। আসামিরা অল্প কয়েকদিন হাজতবাস করার পর জামিনে এসে মামলা তুলে নিতে আমাকে নানারকম হুমকি দিচ্ছেন।
×