ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবশেষে জুলহাস ও তনয় হত্যা মামলার চার্জশীট দাখিল

প্রকাশিত: ০৯:৩৬, ২৯ জুলাই ২০১৯

 অবশেষে জুলহাস ও তনয় হত্যা মামলার চার্জশীট দাখিল

স্টাফ রিপোর্টার ॥ চাঞ্চল্যকর জুলহাস মান্নান ও তনয় হত্যা মামলার তদন্ত শেষে চার্জশীট দাখিল করেছে পুলিশ। রবিবার ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফের আদালতে এ চার্জশীট দাখিল করেন কাউন্টার টেরিজমের পরিদর্শক মনিরুল ইসলাম। আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শরীফ সাফায়েদ সাংবাদিকদেরকে এ তথ্য জানান। ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর ৩৫নং উত্তর ধানমন্ডি ঠিকানায় ইউএস এআইডি ঢাকার অফিসে কর্মরত জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে সন্ত্রাসীরা নৃসংসভাবে হত্যা করে। এ ঘটনায় কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। প্রথমে ডিএমপির ডিবি মামলাটি তদন্ত করে। তারপর ডিএমপির কাউন্টার টেররিজম বিভাগ তদন্তভার পায়। আদালত সূত্র মতে- নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম প্রধান পলাতক সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর (চাকরিচ্যুত) জিয়াসহ মোট আটজনকে অভিযুক্ত করে চার্জশীটটি দাখিল করেছে ডিএমপির কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। ঢাকার মার্কিন দূতাবাসের সাবেক প্রোটোকল অফিসার ও ইউএস এইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যার ঘটনায় তেরোজন অংশ নিয়েছিলেন। জোড়া খুনে জড়িতরা সবাই নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের বিভিন্ন পর্যায়ের সদস্য। তাদের মধ্যে আটজনের নাম ঠিকানা পাওয়া গেছে। বাকি পাঁচজনের পূর্ণ নাম ঠিকানা পাওয়া যায়নি। যে কারণে আটজনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের মামলাা ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করে আসছিল। গত ১৩ মে অভিযোগপত্র অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
×