ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোন বিলম্ব নয়, ব্রেক্সিট হচ্ছেই ॥ গোভ

প্রকাশিত: ০৯:২৮, ২৯ জুলাই ২০১৯

 কোন বিলম্ব নয়,  ব্রেক্সিট হচ্ছেই ॥ গোভ

মাইকেল গোভ বলেছেন, সরকার অনুমান করছে যে, আগামী ৩১ অক্টোবর কোন চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাচ্ছে ব্রিটেন। ক্যাবিনেট অফিসে চুক্তিবিহীন ব্রেক্সিটের জন্য দায়িত্বে নিয়োজিত মাইকেল গোভ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার নির্ধারিত সময়সীমার আগে ব্রাসেলসের সঙ্গে কোন চুক্তি না হওয়ার খুবই বাস্তব সম্ভাবনা রয়েছে। সানডে টাইমসে এক নিবন্ধে তিনি বলেন, যদিও একটি চুক্তির মাধ্যমে ব্রেক্সিটের উদ্দেশ্য রয়েছে, তারপরও যেকোন সম্ভাবনার জন্য সরকারের প্রস্তুত থাকার প্রয়োজন রয়েছে। গোভ বলেন, নতুন একজন প্রধানমন্ত্রী, নতুন একটি সরকার, এবং নতুন দায়িত্ব। তাই আগামী ৩১ অক্টোবর আমরা ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করব। কোন যদি নয়, কোন কিন্তু নয়, আর কোন বিলম্ব নয়। ব্রেক্সিট হচ্ছেই। -ওয়েবসাইট
×