ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ০৭:০২, ২৮ জুলাই ২০১৯

বাউফলে ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফলের কালাইয়া নৌ-ফাঁড়ির কাছে সুমন মালী, রিপন মালী, দুলাল মালী ও মোঃ রিয়াজ নামের চার ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ রবিবার বেলা ১১ টার সময় কোস্ট গার্ড দক্ষিন জোন ভোলার ২০-২৫ জন সদস্য অভিযান চালিয়ে কারেন্ট জালগুলো জব্দ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দেও উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। এর কয়েক মাস আগে কোস্ট গার্ড সদস্যরা কালাইয়া বন্দরে অভিযান চালিয়ে ৮০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করলেও অবৈধ জাল বিক্রি বন্ধ হয়নি। বরং ওইসব অসাধু ব্যবসায়ীরা নির্বিঘেœ এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। মিজানুর রহমান নামের স্থানীয় এক সাংবাদিক জানান, দীর্ঘ বছর ধরে ১৫-২০ জন ব্যবসায়ী কালাইয়া নৌ-ফাঁড়ির কাছে অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসলেও ফাঁড়ির পুলিশ রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়না। ওই সব ব্যবসায়ীরা বন্দরে গোডাউন বা বাসা ভাড়া নিয়ে কারেন্ট জাল মজুদ করে রাখে। মাঝে মধ্যে কোস্ট গার্ড সদস্যরা এসে দোকানে অভিযান চালালেও গোডাউন গুলো থাকে রক্ষিত।
×