ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে আসন্ন ঈদ উপলক্ষে ৪৬২৪৯ পরিবারে ৬৯৩.৭৫ মে. টন চাল বরাদ্ধ

প্রকাশিত: ০৬:১৭, ২৮ জুলাই ২০১৯

ঝালকাঠিতে আসন্ন ঈদ উপলক্ষে ৪৬২৪৯ পরিবারে ৬৯৩.৭৫ মে. টন চাল বরাদ্ধ

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ৪টি উপজেলা ২টি পৌরসভায় সরকার দুঃস্থ পরিবারের জন্য ৬৯৩.৭৫ মে. টন খাদ্য শস্য (চাল) বরাদ্ধ দিয়েছে। ঝালকাঠি জেলায় ৪৬২৪৯ টি পরিবারের বিপরীতে ১৫ কেজি করে এই খাদ্য শস্য বরাদ্ধ দেওয়া হয়েছে। আগামী ৫ আগস্ট তারিখের মধ্যে সুবিধাভোগী দুঃস্থ পরিবারের মধ্যে এই খাদ্য শস্য বিতরণের নির্দেশনা দিয়েছে সরকার। ঝালকাঠি সদর উপজেলায় ১৩৩০৬টি পরিবারে বিপরীতে ১৯৯.৫৯ মে. টন, নলছিটি উপজেলায় ১২২৫টি পরিবারে বিপরীতে ১৫৪.৪২৫ মে. টন, রাজাপুর উপজেলায় ৯০৭৪টি পরিবারে বিপরীতে ১৩৬.১১০ মে. টন, কাঠালিয়া উপজেলায় ৫৮৭২টি পরিবারে বিপরীতে ৮৮.০৮০ মে. টন, ঝালকাঠি পৌরসভায় ৪৬২১টি পরিবারের বিপরীতে ৬৯.৩১৫ মে. টন এবং নলছিটি পৌরসভায় ৩০৮১টি পরিবারের বিপরীতে ৪৬.২১৫ মে. টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন উপজেলা ও পৌরসভা পর্যায় উপ বরাদ্ধ প্রেরণ করে যথা সময়ের মধ্যে বরাদ্ধকৃত চাল সুবিধাভোগীদের মধ্যে বিতরনের নির্দেশন প্রদান করেছে।
×