ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নিউ ইয়র্কে বন্দুক হামলায় নিহত ১, আহত ১১

প্রকাশিত: ০৫:৫৬, ২৮ জুলাই ২০১৯

নিউ ইয়র্কে বন্দুক হামলায় নিহত ১, আহত ১১

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, সেখানকার ব্রুকলিন পার্কে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দিনগত রাতে পূর্ব ব্রুকলিনের বাউন্সভিলে একটি অনুষ্ঠানে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটে। নিউ ইয়র্ক সিটি পুলিশের একজন মুখপাত্র বলেন, শনিবার দিনগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে ১২ জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। পুলিশ বলছে, নিহত ওই ব্যক্তির মাথায় গুলি লেগেছিল। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি পুলিশের মুখপাত্র। এছাড়া আহত অন্যান্য ব্যক্তিদের অবস্থা সম্পর্কেও কিছু জানাননি তিনি। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলেও জানিয়েছে পুলিশ। এমনকি সম্ভাব্য সন্দেহভাজন হামলাকারী সম্পর্কে কোনও তথ্যও প্রকাশ করেনি তারা। এর আগে নিউ ইয়র্ক সিটির দমকল বিভাগের একজন মুখপাত্র জানান, ছয়জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল বলেও জানান ওই মুখপাত্র। তিনি এসময় ঘটনাস্থল ‘রক্তে ভেসে গেছে’ বলে বর্ণনা করেন। ভয়াবহ ওই হামলার পর নিউ ইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও এক টুইটে এ ঘটনাকে ‘একটি শান্তিপূর্ণ অনুষ্ঠানে গোলযোগ’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানাই। এই কমিউনিটিকে নিরাপদ রাখার জন্য এবং রাস্তা বন্দুকমুক্ত করতে আমরা আমাদের পক্ষে যা কিছু সম্ভব তাই করবো।
×