ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও উন্নয়নের জননী

প্রকাশিত: ০৪:৩৫, ২৮ জুলাই ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও উন্নয়নের জননী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের গণতন্ত্র আর উন্নয়নের জননী। তার এ উন্নয়নমূলক কাজগুলো নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবেনা। দলের প্রতিটি নেতাকর্মীকে উন্নয়নের কথাগুলো তৃণমুল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জেলার উজিরপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই কুসংস্কারের বেড়াজাল কাটিয়ে নারীরা আজ তাদের সঠিক অধিকার ফিরে পেয়েছে। নারীরা এখন আর চার দেয়ালের মধ্যে বন্দি নেই। দূর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা পরিষদের সভাকক্ষে নারী নেত্রী শেখ নাসিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা। প্রধান আলোচক ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামলী সাহা, সহসম্পাদক শাকিলা বেগম, সাংগঠনিক সম্পাদক অমিতা ঘোষ, নুরুন্নাহার বিপুল, পিয়ারা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারী নেত্রী রানী বেগম, বিউটি আক্তার, হাসিনা বেগম, বেলা জয়ধর, নিনা নাজনিন, রূপালী রানী, হামিদা বেগম, লাকী ভূঁইয়া, নাছিমা খানম প্রমুখ।
×