ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডেঙ্গুতে এবার জাবি ছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ১২:৫০, ২৮ জুলাই ২০১৯

ডেঙ্গুতে এবার জাবি ছাত্রীর মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে কক্সবাজারে নিজেদের বাড়ি থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে উখেংনু রাখাইনের মৃত্যু হয় বলে তার বাবা মংবা অং জানিয়েছেন। খবর বিডিনিউজের। উখেংনু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের (৪৮তম আবর্তন) শিক্ষার্থী। তিনি প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কক্সবাজার শহরের এন্ডারসন রোডে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. পীযূষ সাহা বলেন, ‘উখেংনু বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে জ্বর ভাল না হলে তার পরিবার তাকে কক্সবাজারে নিয়ে যায়।’ উখেংনুর চাচাত ভাই এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪তম আবর্তনের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মং লা তিন বলেন, ‘জ্বর না সারলে শনিবার দুপুরে তাকে বাসা থেকে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।’ উখেংনুর বাবা মংবা অং কক্সবাজার জেলা পরিষদের কর্মকর্তা। উখেংনু তার একমাত্র মেয়ে। আগের দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ছাত্র ফিরোজ কবীর।
×