ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘পদ্মা সেতুতে মাথা লাগবে না, লাগবে মাথার বুদ্ধি’

প্রকাশিত: ১০:০৭, ২৮ জুলাই ২০১৯

 ‘পদ্মা সেতুতে মাথা  লাগবে না, লাগবে মাথার  বুদ্ধি’

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড (চট্টগ্রাম) ২৭ জুলাই ॥ ‘গুজব শুধুই গুজব, পদ্মা সেতুসহ দেশ ও বিদেশে যত বড় বড় সেতু ও ব্রিজ নির্মীত হয়েছে, কোন ব্রিজের জন্য মানুষের মাথা লাগবে এটা রাষ্ট্রের বিরুদ্ধে গুজব। তবে রাষ্ট্রের উন্নয়নের কারিগর ইঞ্জিনিয়ারদের মাথার বুদ্ধি লাগবে সেতুতে।’ শনিবার বিকেলে ছেলেধরা, গণপিটুনি, জঙ্গী ও মাদক প্রতিরোধে সীতাকুন্ডের জেলা পরিষদ অডিটরিয়ামে মডেল থানা ও কমিউনিটি পুলিশিং মহা-সমাবেশে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার সভাপতিত্বে উপরোক্ত কথাগুলো বলেন অনুষ্ঠানে গেস্ট অব অনার প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। তিনি আরও বলেন, ‘দেশ আজ উন্নয়নের মহাসাগরে, এই উন্নয়ন কোন ষড়যন্ত্র দাবিয়ে রাখতে পারবে, তাই কয়েকদিন পর পর একেক গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে স্বাধীনতাবিরোধীরা। তাই আমাদের সতর্ক হয়ে মোকাবেলা করতে হবে। বিশেষ করে মসজিদের ইমাম সাহেবদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’ চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুন্ড সার্কেল) শম্পা রানী সাহার পরিচালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, কেউ পার পাবে না, গুজব যে রটাবে তাকে আইনের আওতায় আনা হবে। গুজব রটনাকারী দেশ ও দশের শক্র।
×