ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক গেইনারে শতভাগ মিউচ্যুয়াল ফান্ড

প্রকাশিত: ০৮:৫২, ২৮ জুলাই ২০১৯

সাপ্তাহিক গেইনারে শতভাগ মিউচ্যুয়াল  ফান্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইর সাপ্তাহিক গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের প্রাধান্য দেখা গেছে। অর্থাৎ গেইনারে শতভাগ মিউচ্যুয়াল ফান্ডের কোম্পানিগুলোর দখলে চলে গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহের প্রথম দিন লেনদেন শুরু আগে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ইউনিট দর ছিল ২৭.৮০ টাকায়। আর সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে ফান্ডটির ইউনিট দর বেড়ে দাঁড়ায় ৪৪.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ফান্ডটির ইউনিট দর ১৬.৬০ টাকা বা ৫৯.৭১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসইএমএল আইবিবিএল শরিয়াহ্ ফান্ডের ৫৮.৮২ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫৬.০৬ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২৫.৯৭ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ২৫ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান স্কিমের ২৩.২১ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ২২.৫৫ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ১৮.৬৭ শতাংশ, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১৮.৫৭ শতাংশ এবং সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ১৮.৫৬ শতাংশ বেড়েছে।
×