ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৮:৪০, ২৮ জুলাই ২০১৯

টুকরো খবর

ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ পাবনা-রাজশাহী রুটের ঈশ্বরদীর কালিকাপুরের ষোল নম্বর লেভেল ক্রসিং ব্রিজের কাছে ট্রেনে কেটে অজ্ঞাতনামা (৩৬) ব্যক্তি নিহত হয়েছে। পাবনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী পাবনা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে শনিবার সকালে তিনি কাটা পড়েন। নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, শনিবার সকালে পথচারীরা রেললাইনের ওপর ট্রেনে কাটা লাশটি দেখতে পেয়ে ঈশ্বরদী থানায় সংবাদ দেয়। যা পুলিশ ঈশ্বরদী রেলওয়ে থানায় খবর দেয়। রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৭ জুলাই ॥ জেলার হাওড়দ্বীপ খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের আদমপুর গ্রামে শনিবার সকালে পানিতে ডুবে জয় সরকার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, আদমপুর গ্রামের বিজয় সরকারের ছেলে জয় সরকার সকাল সাতটার দিকে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এ সময় হঠাৎ বাড়ির পাশে বর্ষার পানিতে পড়ে যায়। স্বজনরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তাকে ডাঙ্গায় তোলার পর খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দরজা ভেঙ্গে ডাকাতি ॥ আহত ২ নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২৭ জুলাই ॥ গফরগাঁও উপজেলা পাগলা থানার মশাখালী টানপাড়া গ্রামের দুই বাড়িতে শুক্রবার গভীররাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিবিদ্ধ দুইজন আহত হয়। খবর পেয়ে পাগলা থানার পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতদের হামলায় ও গুলিবিদ্ধ হয়ে আফাজ উদ্দিন (৪২) ও তার স্ত্রী শায়লা (৩০) আহত হয়। গুলিবিদ্ধ আফাজ উদ্দিনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানা, শুক্রবার রাতে উপজেলার মশাখালী ইউনিয়নের মশাখালী টানপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমান ও শামছুল হকের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাড়ির দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে দুই পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিলে ডাকচিৎকার করতে চাইলে ডাকাতরা বাড়ির লোকজনকে ধারালো অস্ত্রের আঘাতে মারপিটসহ গুলি করে। নকল স্বর্ণের বারসহ ৩ প্রতারক গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগর গোয়েন্দা পুলিশ ১৮ নকল স্বর্ণের বার ও সরঞ্জামসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ আমির হোসেন, মোঃ রাশেদ ও মোঃ আবদুর গফুর। পুলিশ জানায়, এদের কাছ থেকে পিতলের তৈরি ১৮টি নকল স্বর্ণের বার, ক্যারেট লেখার দুটি ডিভাইস, দুটি পপলার পিতল পোলিশসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রতারক চক্রের সদস্যরা হাটহাজারীর চৌধুরীহাট এলাকার ভুইয়া গাজীর বাড়িতে বাসা ভাড়া নিয়ে থেকে প্রতারণা করে আসছিল।
×