ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ০৮:৩৯, ২৮ জুলাই ২০১৯

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে  আহত ১০

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৭ জুলাই ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুইটি ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে। জানা গেছে, পুরুলিয়া গ্রামে আধিপত্য বিস্তার, গ্রুপিংসহ বিভিন্ন বিষয় নিয়ে যুবলীগ নেতা জাকাতুর ফকির গ্রুপ ও স্থানীয় ইউপি সদস্য কোবাদ মোল্লার গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে কোবাদ মোল্লার গ্রুপের লোকজন জাকাতুর ফকিরের সমর্থক সাবু ফকিরকে কুপিয়ে মারাত্মক জখম করে। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয় গ্রুপের ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
×