ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অন্তঃসত্ত্বাকে বেঁধে নির্যাতন নিছক হাতাহাতি দাবি

প্রকাশিত: ০৮:৩৮, ২৮ জুলাই ২০১৯

 অন্তঃসত্ত্বাকে বেঁধে  নির্যাতন নিছক হাতাহাতি দাবি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৭ জুলাই ॥ নকলায় ডলি খানম (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনাকে মিথ্যা ও নিছক হাতাহাতি দাবি করে দীর্ঘ দেড়মাস পর সংবাদ সম্মেলন করেছে আসামি পক্ষের স্বজনরা। শনিবার দুপুরে শহরের নিউমার্কেট এলাকায় শ্রমিক সংগঠনের কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীর উপস্থিতিতে ওই সম্মেলনে লিখিত বক্তব্যে মামলার অন্যতম আসামি নির্যাতিতা গৃহবধূর ভাসুর আবু সালেহর মেয়ে মরিয়ম আক্তার ওই দাবি করে বলেন, প্রকৃতপক্ষে ওই মামলার ঘটনা মিথ্যা এবং তার পিতা আবু সালেহ ও চাচা নেছার উদ্দিনসহ সকল আসামি নির্দোষ। তার অভিযোগ, এখন চাচা শফিউল্লাহ ক্রমাগত তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যদিকে সংবাদ সম্মেলনে দেয়া মরিয়ম আক্তারের অভিযোগ অস্বীকার করে নির্যাতিতা গৃহবধূ ডলির স্বামী শফিউল্লাহ বলেন, ওইসব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।
×