ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ব্যতিক্রমী সমাবেশ

প্রকাশিত: ০৮:৩২, ২৮ জুলাই ২০১৯

 চট্টগ্রামে ব্যতিক্রমী সমাবেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত রোগী নিয়ে চট্টগ্রামে ব্যতিক্রমী সমাবেশ হয়েছে শনিবার। অজানা রোগীদের খুঁজে বের করে রক্ত পরীক্ষা করান, চিকিৎসা নিন, সুস্থ থাকুন-এ শিরোনামে নগরীর একটি কমিউনিটি সেন্টারে ব্যতিক্রমী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবসকে সামনে রেখে এ আলোচনা সভায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে লিভার রোগবিশেষজ্ঞ হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ জানান, দেশের মোট জনসংখ্যা ৫ দশমিক ১ শতাংশ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত। সে হিসাবে ৫৭ লাখ পুরুষ ও ২৮ লাখ নারী এ রোগে ভুগছে। তিনি ‘আসুন খুঁজি, অজানা রোগী’ এ প্রতিপাদ্য নিয়ে নিজে সচেতন হতে এবং আশপাশের সকলকে সচেতন হবার তাগিদ দেয়া হয়। সমাবেশে বলা হয়, ৫ ধরনের হেপাটাইটিসের মধ্যে এ এবং ই ছড়ায় খাবারের মাধ্যমে। বি এবং সি প্রাণঘাতী। টিকা, চিকিৎসার পাশাপাশি সচেতনতাও খুব প্রয়োজন। টিকা দেয়ার পরও কার্যকর না হওয়ার সম্ভাবনা থাকে পাঁচ শতাংশ। যত কম বয়সে শিশুরা হেপাটাইটিসে আক্রান্ত হবে তত বেশি জটিলতা সৃষ্টি হবে। এ থেকে উত্তরণের একমাত্র উপায় টিকা দেয়া। ২০১৮ সালের গবেষণা অনুযায়ী বাংলাদেশে প্রাপ্ত বয়স্কদের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসের প্রাদুর্ভাব প্রায় ৫০ শতাংশ, যা আগে ছিল ২৭ শতাংশ।
×