ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রযোজক সমিতির ভোট গ্রহণ

প্রকাশিত: ০৮:২৬, ২৮ জুলাই ২০১৯

 প্রযোজক সমিতির ভোট গ্রহণ

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদের (২০১৯-২১) নির্বাচন অনুষ্ঠিত হয় শনিবার। এদিন সকাল ৯টা থেকে বিএফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে ১৯ সাধারণ সদস্য পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪১ জন। মোট ভোটার ১৪০ জন। দুই সহযোগী সদস্য পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৯ জন। এখানে মোট ভোটার আছে ৫৪ জন। এবারের নির্বাচনে কোন প্যানেল ছিল না। প্রযোজক সমিতি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী দুই ধাপে অনুষ্ঠিত হবে নির্বাচন। শনিবার অনুষ্ঠিত হয় প্রথম ধাপের ভোট। প্রথম ধাপের ভোটে ১৯ জন প্রার্থী নির্বাচিত করবেন ভোটাররা। দ্বিতীয় ধাপে ১৯ জনের মধ্য থেকে নির্বাচিত হবেন সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদের প্রার্থী। এবার নির্বাচনে কোন প্যানেল ছিল না। যে যার মতো স্বকীয়ভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত এফবিসিসিআই’র অঙ্গসংগঠন। তাই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল। সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ জালালউদ্দিন (উপসচিব), মোঃ খাদেমুল ইসলাম (সহকারী প্রোগ্রামার)। আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন আবদুর রহিম খান (যুগ্মসচিব), সদস্য আবদুস সামাদ আল আজাদ (যুগ্মসচিব) ও সৈয়দা নাহিদা হাবিবা (উপসচিব)। মামলা ও নানা জটিলতার কারণে ৭ বছর ধরে বন্ধ ছিল এই সমিতির নির্বাচন। এর আগে নির্বাচন হয় ২০১১ সালের ১৮ আগস্ট।
×