ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে আরও ১০ হাজার সৈন্য পাঠাচ্ছে দিল্লী

প্রকাশিত: ০৮:২২, ২৮ জুলাই ২০১৯

  কাশ্মীরে আরও ১০ হাজার  সৈন্য পাঠাচ্ছে দিল্লী

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল জম্মু-কাশ্মীর সফর শেষে দিল্লী ফেরার পর পরই কাশ্মীর উপত্যকায় অতিরিক্ত ১০ হাজা সৈন্য প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কাশ্মীরে সন্ত্রাসবিরোধী কর্মকান্ড আরও শক্তিশালী এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে দিল্লী সূত্রের খবরে বলা হয়েছে। খবর এনডিটিভি ও দ্য হিন্দুর। অজিত দোভাল কাশ্মীর উপত্যকায় তার দুই দিনের সফরে সেখানকার সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। কাশ্মীর উপত্যকায় এখনও রাষ্ট্রপতির শাসন জারি রয়েছে। জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং এ প্রসঙ্গে বলেছেন, কাশ্মীরের উত্তরাঞ্চলে এই অতিরিক্ত ১০ হাজার আধা-সামরিক সৈন্য প্রেরণ করা হবে। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, এসব সৈন্য কাশ্মীরের সন্ত্রাসী নেটওয়ার্ক গুড়িয়ে দিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করবে। ভারতের এক সূত্র জানিয়েছে, ভারতের বিভিন্ন অংশে এখন এসব সৈন্য মোতায়েন রয়েছেন। সে সব জায়গা থেকে এদের কাশ্মীর উপত্যকায় নিয়ে যাওয়া হবে। ওই সূত্র আরও জানায়, কাশ্মীরের উত্তরাঞ্চলে প্রয়োজনের তুলনায় কম সৈন্য রয়েছে। তাই এসব সৈন্য ওই এলাকায় কাজ করবে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি কাশ্মীরে প্রায় ১শ’ কোম্পানি কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল। তখন ভারত সরকার জানায়, এপ্রিল ও মে মাসের নির্বাচনের জন্য ওই সেনা মোতায়েন করা হলো। এরপরই জামায়াত-ই-ইসলামীকে নিষিদ্ধ করা হয় এবং সেই গোষ্ঠীর সমর্থকদের ধরতে ব্যাপক ধরপাকড় চালানো হয়। জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিংহ আরও জানান, এবারে অতিরিক্ত সেনা মোতায়েনের পেছনে অন্য কারণ নিয়ে কথা উঠলে তা নেহাতই জল্পনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×