ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডুবে গেল ইরানের পণ্যবাহী জাহাজ ॥ সব ক্রু নিরাপদে

প্রকাশিত: ২৩:২৩, ২৭ জুলাই ২০১৯

ডুবে গেল ইরানের পণ্যবাহী জাহাজ ॥ সব ক্রু নিরাপদে

অনলাইন ডেস্ক ॥ কাস্পিয়ান সাগরে আজারবাইজানের লাঙ্কারান বন্দরের কাছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ দুর্ঘটনায় পড়ে তলিয়ে গেছে। তবে ডুবে যাওয়ার আগে জাহাজটির সব ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জাওয়াদ জাহাঙ্গিরযাদে এ খবর জানিয়ে বলেছেন, ইরানি পণ্যবাহী জাহাজ ‘শাবাহাঙ্গ’-এ নয়জন ক্রু ছিলেন যাদের সবাই নিরাপদে রয়েছেন। এর আগে গতকাল আজারবাইজানের বেসামরিক জাহাজ চলাচল বিষয়ক সংস্থা জানায়, লাঙ্কারান বন্দরের কাছাকাছি অবস্থান থেকে ইরানি পণ্যবাহী জাহাজ শাবাহাঙ্গ থেকে বার্তা পাঠিয়ে জানানো হয় এটি দুর্ঘটনায় পড়েছে। এ অবস্থায় লাঙ্কারান থেকে আজারবাইজানের জরুরি উদ্ধার মন্ত্রণালয়ের দু’টি হেলিকপ্টার ও একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়। এসব হেলিকপ্টার ও জাহাজ ইরানি জাহাজটি ডুবে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছে জাহাজের সব কর্মীকে উদ্ধার করে। তবে কি কারণে পণ্যবাহী জাহাজটি দুর্ঘটনায় পড়েছিল তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
×