ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৮৫ হাজার ৮১১ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

প্রকাশিত: ১৩:০০, ২৭ জুলাই ২০১৯

 ৮৫ হাজার ৮১১ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

জনকণ্ঠ ডেস্ক ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ার লাইন্সের ২৩৭টি হজ ফ্লাইটে শুক্রবার পর্যন্ত ৮৫ হাজার ৮১১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। ঢাকায় হজ অফিসের ২২তম বুলেটিনে এই তথ্য জানানো হয়। খবর বাসসর। ২৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারী ব্যবস্থাপনার বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ১২৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১১১টি হজ ফ্লাইটে এ সব হজ যাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন। এরমধ্যে মোট ২৩৭টি হজ ফ্লাইটে ৪ হাজার ৬০৪ জন সরকারী ব্যবস্থাপনায় এবং বেসরকারী ব্যবস্থাপনায় ৮১ হাজার ২০৭ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। এবছর প্রথমবারের মতো সৌদি আরবের প্রিএ্যারাইভাল ইমিগ্রেশন ঢাকায় বাংলাদেশ বিমান বন্দর থেকে চালু করা হয়েছে। যার ফলে সৌদি আরবের বিমান বন্দরে পৌঁছে হজযাত্রীরা ইমিগ্রেশনের জন্য অপেক্ষা না করে সরাসরি বের হয়ে সহজেই গন্তেব্যে পৌঁছতে পারছেন। এবার ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। হজ কার্যক্রম তদারকিতে সৌদি আরব যাবেন ইসি ॥ নির্বাচন কমিশন (ইসি) জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ। তাই তারা বাংলাদেশ সরকারের পক্ষে এবার হজের কার্যক্রম তদারকি করতে সৌদি আরব যাচ্ছেন। শুক্রবার সকালে আশকোনার হজ ক্যাম্প পরিদর্শনে গিয়ে একথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। খবর ওয়েবসাইটের।
×