ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক আলু কেন্দ্র হবে বাংলাদেশে

প্রকাশিত: ০৯:৫৬, ২৭ জুলাই ২০১৯

 আন্তর্জাতিক আলু কেন্দ্র হবে বাংলাদেশে

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপির কার্যালয়ে আন্তর্জাতিক আলু কেন্দ্রের (আইপিসি) আঞ্চলিক সমন্বয়কারী ড. ইউএস সিং-এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কৃষিমন্ত্রীর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আইপিসির সহায়তায় দেশে একটি আন্তর্জাতিকমানের আলু কেন্দ্র স্থাপনের বিষয়ে মতবিনিময় হয়। বৈঠককালে ড. ইউএস সিং বলেন, ভারতে আলুর অন্যতম সমস্যা হলো লেইট ব্লাইট রোগ। তা সত্ত্বেও ভারত বিশ্বের মধ্যে অন্যতম চিপস রফতানিকারক দেশ। যেহেতু পূর্ব এশিয়ায় উল্লেখযোগ্য পরিমাণে আলু চাষ হচ্ছে না তাই আইপিসি চাচ্ছে বাংলাদেশে একটি কেন্দ্র স্থাপন করতে। এ প্রস্তাবের প্রেক্ষিতে কৃষিমন্ত্রী আইপিসির কারিগরি সহায়তায় বাংলাদেশে আলুর জাত উন্নয়ন ও প্রক্রিয়াজাত করে রফতানির উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক আলু কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি দেয়ার আশ্বাস দেন। কৃষিমন্ত্রী বলেন, কৃষির উন্নয়নের জন্য সরকার সর্বদা সচেষ্ট। -বিজ্ঞপ্তি
×