ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে নেহরীন খান স্মৃতি বক্তৃতা

প্রকাশিত: ০৯:৪০, ২৭ জুলাই ২০১৯

 ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে  নেহরীন খান  স্মৃতি বক্তৃতা

বিশ্ববিদ্যালয় হবে এমন একটি কেন্দ্র যা হবে সত্যের সন্ধান, জ্ঞানের র্চচা, নতুন উদ্ভাবন, চিন্তার সম্প্রসারণ এবং নৈতিক মূল্যবোধ্যের চালক। সেখানকার শিক্ষার্থীরা হবে পূর্ণাঙ্গ নাগরিক, স্বয়ংসম্পূর্ণ পেশাজীবী এবং পরিপূর্ণ মানবিক মানুষ। তারা প্রতিটি বিষয় চিন্তা করে, বিশ্লেষণ করে এর ভালমন্দ বের করে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়ে তা মানুষের বৃহত্তর কল্যাণে কাজে লাগাবে। ‘বিশ্ববিদ্যালয়ের ধারণা’ নিয়ে দেয়া বক্তব্যে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে তৃতীয় নেহরীন খান স্মৃতি বক্তৃতা অনুষ্ঠিত হয়। তার বক্তব্যের সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের নাম না থাকার প্রসঙ্গও উঠে আসে। গবেষকদের উপাত্ত থেকে অধ্যাপক ফকরুল আলম বলেন, মূলত তিনটি কারণে এ দেশের বিশ্ববিদ্যালয়ের মান পড়ে গেছে। প্রথমত স্বাধীনসত্তা থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়গুলো সরকারী প্রতিষ্ঠানের চরিত্র ধারণ করায়। এরপর গবেষণাকে গুরুত্ব না দিয়ে শুধু ক্লাস নির্ভর শিক্ষাকে প্রাধান্য দেয়া। -বিজ্ঞপ্তি
×