ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৃষক মোসলেমের স্বপ্ন জয়ের গল্প

প্রকাশিত: ০৯:২৩, ২৭ জুলাই ২০১৯

 কৃষক মোসলেমের  স্বপ্ন জয়ের গল্প

অন্যের বাড়িতে কাজ করে কোন রকমে দিন চলত মোসলেম উদ্দিন ও তার পরিবারের সদস্যদের। আবার অনেক সময় হাট-বাজারে বিভিন্ন ধরনের পণ্য ফেরি করেও চলতে হয়েছে তাকে। কিন্তু জীবনের লক্ষ্য ছিল কিছু করার। সমাজের আর দশজনের মতো তারও ইচ্ছা ছিল শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার। কৃষিতে সফলতা পেয়ে তিনি দেখিয়েছেন যে কোন অবস্থা থেকে নিজের ভাগ্যকে বদলানো সম্ভব। সখীপুর উপজেলা শহরের পাশেই গজারিয়া ইউনিয়নের কীর্তন খোলা গ্রামে জন্ম মোসলেম উদ্দিনের। কৃষক পরিবারের সন্তান তিনি। অভাবের কারণে স্কুলের বারান্দা পর্যন্ত যেতে পারেননি মোসলেম। কিন্তু কোন কাজকে ছোট করে দেখতেন না তিনি। তার জীবনের লক্ষ্য ছিল ভাল কিছু করার। মোসলেম অভাবের সংসারে হাল ধরতে এক সময় চিন্তা করেন বিদেশ গিয়ে কাজ করবেন। কিন্তু সে ভাগ্য হয়নি তার। দালাল চক্রের খপ্পরে পড়ে সব আশা শেষ হয়। কিন্তু তাতেও থেমে থাকেননি মোসলেম। বাড়ির আঙ্গিনায় কিছু ফল ও সবজির চাষ শুরু করেন। এরপর মোসলেম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সঙ্গে পরামর্শ করে ২০১৩ সালে স্থানীয় একজনের জায়গা লিজ নিয়ে লেবুর বাগান করেন এবং তিনি আংশিক লাভবান হন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। তিনি কৃষি বিভাগের সহযোগিতায় ২০১৬ সালে ৪ দশমিক ৫ একর জায়গায় বারি-১ মাল্টা চাষ শুরু করেন এবং তিনি এতেও সফল হন। পরের বছর ২০১৭ সালে মাল্টার পাশাপাশি সাথী ফসল হিসেবে আগাম জাতের টক কুল বরই চাষ করেন। আর এভাবেই তিনি আর স্বপ্নের দিকে আস্তে আস্তে অগ্রসর হতে থাকেন। আজ তিনি কৃষি কাজ করে সফল। বর্তমানে তার বারি-১ মাল্টা, লেবু, কুল বরইসহ ৬টি বিভিন্ন ফলের বাগান রয়েছে। -ইফতেখারুল অনুপম, টাঙ্গাইল থেকে
×