ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দঃ কোরিয়াকে সতর্ক করতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ॥ উন

প্রকাশিত: ০৮:৫৯, ২৭ জুলাই ২০১৯

  দঃ কোরিয়াকে সতর্ক করতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ॥ উন

উত্তর কোরীয় নেতা কিম জং উন বলেছেন, ‘তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্দেশ্য যুদ্ধে উস্কানির বিরুদ্ধে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করা। দক্ষিণ কোরিয়ার অস্ত্র আমদানি ও যৌথ সামরিক মহড়া বন্ধেই তাদের এ পদক্ষেপ।’ বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রতিও একই বার্তা দিতে উত্তর এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। কিম জং উন স্বয়ং নিজে বৃহস্পতিবার দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন। গত মাসে কিম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর উত্তরের এটাই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। সেসময় তারা কোরীয় উপ-দ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া অব্যাহত রাখতে সম্মত হয়েছিলেন। উত্তরের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরমাণু নিরস্ত্রীকরণ আলোচানা জিইয়ে রাখার বিষয়ে সংশয় বাড়িয়ে তুলেছে, যেটা গত ফেব্রুয়ারিতে হ্যানয়ে ট্রাম্প ও কিমের মধ্যে দ্বিতীয় বৈঠকের পর থেমে গিয়েছিল। কিমের উদ্ধৃতি দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জনিয়েছে কিম বলেছেন, ‘আমাদের দেশের নিরাপত্তার প্রতি দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য ও সরাসরি হুমকি মোকাবেলায় চলমান অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার উন্নয়ন ছাড়া উপায় নেই।’ -ইয়াহু নিউজ
×