ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে সক্রিয় প্রতারক ভাড়াটিয়া চক্র

প্রকাশিত: ০৬:৩৩, ২৭ জুলাই ২০১৯

 রাজধানীতে সক্রিয় প্রতারক ভাড়াটিয়া চক্র

স্টাফ রিপোর্টার ॥ বাসা ভাড়া নেন তবে আগে দেখেন বাড়ির মালিক দেশের বাইরে কিংবা বয়স্ক কি না। তারপর পুরো বাড়ি ভাড়ার চুক্তি করেন। চেক দেন মোটা অঙ্কের। তবে ব্যাংকে কোন টাকা না থাকায় চেক বাউন্স হয়। ফলে বাড়ি ভাড়ার টাকা পান না কোন বাড়িওয়ালাই। এরপর চাইতে গেলে আইনের মারফতে দেন নানা মিথ্যা মামলা। আর সেই মামলায় মাসের পর মাস নাজেহাল হতে হয় বাড়িওয়ালাকেই। রাজধানীতে বাড়ি ভাড়ার নামে প্রতারণার আশ্রয় নিয়ে বাড়ির মালিককে বিপাকে ফেলছে একটি চক্র। আজিজুর রহমান সুমন। ঢাকা রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি নামে কলেজ প্রতিষ্ঠার উদ্দেশে এক বছরের চুক্তিতে খিলক্ষেত নিকুঞ্জ-২ এর তিন নম্বর রোডের ৫ তলা এই ভবনটির তিনটি ফ্লোর ভাড়া নেয়। অগ্রিম হিসেবে মোটা অঙ্কের চেকও দেয় বাড়ির মালিককে। তবে ব্যাংকে গিয়ে ওই চেকের বিপরীতে মেলে না এক টাকাও। এরপর থেকেই বাড়ি ভাড়ার টাকা চাইলে আসে নানা অজুহাত। একপর্যায়ে উল্টো বাড়িওয়ালার বিরুদ্ধেই মামলা ঠুকে দেয় ভাড়াটিয়া। নানা হুমকি আর চক্রান্ত করে বাড়িওয়ালাকেই বের করে দেয় সুমন। বাড়িওয়ালা জানান, ‘সে প্রথম থেকে ভাড়া দিতে ঝামেলা করত। প্রথমে সে খুব ভাল ব্যবহার করত। আসলে সে মাফিয়া।’ অনুসন্ধানে জানা যায়, কলেজ আর হোস্টেল করার নামে আজিজুর রহমান সুমনের নেতৃত্বে একটি চক্র খিলক্ষেত এলাকায় এমন বেশ কয়েকটি ভবন ভাড়া নিয়েছে। খোঁজ নিয়ে জানা যায় খিলক্ষেত থানাতেই সুমনের বিরুদ্ধে আছে বেশ কয়েকটি মামলা আর সাধারণ ডায়েরি। খিলক্ষেত থানার ওসি (তদন্ত) আদিল হোসেন বলেন, সুমনের কার্যলাপে এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। সামাজিক অবস্থা ব্যাহত হচ্ছে। কয়েকজন বাড়িওয়ালার বিরুদ্ধে সুমন মামলা করলে তা খারিজ করে দেয় আদালত। পরে তাতেও নারাজি দিলে মামলার তদন্ত যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই এর হাতে। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে জানতে পারে আজিজুর রহমানের নানা প্রতারণার গল্প। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার বলেন, ‘সুমন এমন বাড়িগুলোকে টার্গেট করে যে বাড়ির শক্তিশালী কোন ওয়ারিশ নেই। থাকলেও দূর সম্পর্কের কারণে শক্তিশালী নয়। সে এই সব বাড়িগুলো বাছাই করে নেয়।’ বাসা ভাড়া নিয়ে পরে বাড়িওয়ালাদের ডাকাতির মামলা কিংবা হুমকি দিয়ে চলছে সুমন ও তার চক্রের সম্পদ দখলের ব্যবসা। তবে এ বিষয়ে যোগাযোগ করতে গেলে জানা যায় পলাতক সে।
×