ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অবশেষে ফেলপসের রেকর্ড ভাঙল, উচ্ছ্বসিত হাঙ্গেরিয়ান সাঁতারু

প্রকাশিত: ২২:৫৬, ২৬ জুলাই ২০১৯

অবশেষে ফেলপসের রেকর্ড ভাঙল, উচ্ছ্বসিত হাঙ্গেরিয়ান সাঁতারু

অনলাইন ডেস্ক ॥ ১০ বছর আগে ২০০৯ সালে রোমে মাইকেল ফেলপসের গড়া রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়লেন ১৯ বছর বয়সী হাঙ্গেরিয়ান সাঁতারু। পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে বুধবার এ রেকর্ড গড়েন ক্রিস্টোফ মিলাক। গুয়াংঝাউতে বুধবার ২০০ মিটার বাটারফ্লাই শেষ করতে মিলাক সময় নেন ১:৫০.৭৩ মিনিট। ২০০৯ সালে রোমে ২০০ মিটার বাটারফ্লাই শেষ করতে মাইকেল ফেলপস সময় নেন ১:৫১.৫১। দশ বছর আগের। ফেলপসের রেকর্ড ভাঙার পর আপ্লুত মিলাক বলেন, "এই রেকর্ড গড়ে সত্যিই এক অন্যরকম অনুভূতি হচ্ছে।" তিনি আরও বলেন, "১৪ বছর বসয় পর্যন্ত আমি ব্যাকস্ট্রোক সাঁতার কাটতাম। তারপর থেকে আমি বাটারফ্লাই শুরু করি। তারও আগে আমি শুধুমাত্র ১০০ মিটার সাঁতার কাটতাম।"
×