ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আয়ের চেয়ে ব্যয় বেশি বার্সার

প্রকাশিত: ১১:৩৪, ২৬ জুলাই ২০১৯

 আয়ের চেয়ে ব্যয়  বেশি বার্সার

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর আয়ের বিশ্বরেকর্ড গড়ে বার্সিলোনা। এরপরও এবার নাকি স্প্যানিশ পরাশক্তিদের লোকসান হয়েছে। অর্থাৎ রেকর্ড আয় করলেও তারচেয়ে বেশি ব্যয় হয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এমনই জানা গেছে। গত ছয় বছরের রাজস্ব আয় ছাড়িয়ে নিজেদের নতুন রেকর্ড গড়ে বার্সিলোনা। ২০১৮-১৯ মৌসুমে ৯৯০ মিলিয়ন ইউরো (১.১ বিলিয়ন ডলার) আয় করেছে ক্লাবটি। কিন্তু বিলিয়ন ডলার আয় করেও লোকসানে আছে কাতালানরা। ক্রীড়াঙ্গনের প্রথম ক্লাব হিসেবে গত মৌসুমে বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়ে বার্সা। ওই সময় আয় ছিল ৯১৪ মিলিয়ন ইউরো (১.০১৯ বিলিয়ন ডলার)।
×