ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ত্রিদেশীয় অনুর্ধ-১৯ ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশিত: ১১:৩৪, ২৬ জুলাই ২০১৯

 ত্রিদেশীয় অনুর্ধ-১৯ ক্রিকেট টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার ॥ স্বাগতিক ইংল্যান্ডকে হারাতে পারলেও ত্রিদেশীয় অনুর্ধ-১৯ ক্রিকেট টুর্নামেন্টে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ যুব দল। ৩৫ রানে হার হয়েছে। ইংল্যান্ডের ওরচেস্টারের কাউন্টি গ্রাউন্ডে হওয়া ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত যুব দল। অধিনায়ক প্রিয়ম গার্গের অপরাজিত ১০০ রানের ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৬৪ রান করতে পারে ভারত যুব দল। পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ২ উইকেট নেয়। হাতের নাগালেই থাকে টার্গেট। এরপরও পারা যায়নি। জবাব দিতে নেমে অধিনায়ক আকবর আলী ৫৬, শামীম হোসেন ৪৬, ওপেনার তানজিদ হাসান ৪৪ ও মৃত্যুঞ্জয় ৩৩ রান করলেও জয় তুলে নেয়া যায়নি। ৪৭.১ ওভারে ২২৯ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। শুরুতে ৭৯ রানে ৫ উইকেট হারিয়েই আসলে বিপদে পড়ে যায় বাংলাদেশ যুব দল। এরপর আকবর ও শামীম মিলে ৯৮ রানের জুটি গড়লেও শেষ পর্যন্ত জয় মিলেনি। ব্যাটিংয়ে শুরুর ব্যর্থতাই শেষ পর্যন্ত হারের মুখে ঠেলে দেয় বাংলাদেশকে। স্কোর ॥ ভারত যুব দল ইনিংস ॥ ২৬৪/৫; ৫০ ওভার (জয়সাল ৬৩, তিলক ২৩, কানপিলেওয়ার ২৩, প্রিয়ম ১০০*, রাওয়াত ১, ধ্রুব ৩৪, হেগড়ে ১১*; মৃত্যুঞ্জয় ২/৪৫)। বাংলাদেশ যুব দল ইনিংস ॥ ২২৯/১০; ৪৭.১ ওভার (তানজিদ ৪৪, প্রান্তিক ০, মাহমুদুল ৯, হৃদয় ৩, শাহাদাত ৫, আকবর ৫৬, শামিম ৪৬, মৃত্যুঞ্জয় ৩৩, তানজিম ৬, রাকিবুল ৩, শরিফুল ২*; কার্তিক ৪/১৬, হেগড়ে ৩/৫৯)। ফল ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ৩৫ রানে পরাজিত।
×