ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা দলে নেই ডিকভেলা, সান্দাকান, গুনাথিলাকা

প্রকাশিত: ১১:৩৩, ২৬ জুলাই ২০১৯

 শ্রীলঙ্কা দলে নেই ডিকভেলা, সান্দাকান, গুনাথিলাকা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২২ জনের দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কিন্তু একমাত্র প্রস্তুতি ম্যাচের পর সেই দলটিকে কমিয়ে ১৭ জনে নামিয়ে আনা হয়েছে। উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা প্রস্তুতি ম্যাচে ০ ও দানুশকা গুনাথিলাকা ২৬ রান করেছিলেন। এ দু’জনকেই বাদ দিয়েছে এসএলসি। এছাড়া আমিলা আপোনসোও ছিটকে গেছেন ভাল করতে না পারায়। ম্যাচটি না খেলেই বাদ পড়েছেন লক্ষণ সান্দাকান ও লাহিরু মাদুশঙ্কা। সফরকারী বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২২ জনের দল ঘোষণা করে চমকে দিয়েছিল এসএলসি। সে সময় কোচ চান্দিকা হাতুরাসিংহে জানিয়েছেন সঠিক সমন্বয় বেছে নেয়ার আগে পরীক্ষা-নিরীক্ষা করতেই এতজনকে নিয়ে দল ঘোষণা করা হয়েছে। তবে প্রস্তুতি ম্যাচে সেই পরীক্ষা দেয়ার সুযোগই হয়নি সান্দাকান ও মাদুশঙ্কার। ১৭ জনের চূড়ান্ত দল থেকে ছিটকে গেছেন দু’জনই। আর বিশ্বকাপের দল থেকে বাদ পড়া ডিকভেলার জন্য সুযোগ তৈরি করে দেয়া হয়েছিল। কিন্তু ওপেনিংয়ে নেমে ৩ বল খেলে শূন্য রানেই সাজঘরে ফিরে সেই সুযোগ নষ্ট করেছেন তিনি। তাই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটাও খেলা হচ্ছে না তার। ওপেনার গুনাথিলাকা অবশ্য ভাল কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। তিনিও ২৬ রানে সাজঘরে ফেরায় বাদ পড়েছেন চূড়ান্ত দল থেকে। আজ প্রথম ওয়ানডে খেলে অবসর নেবেন অভিজ্ঞ পেসার লাসিথ মালিঙ্গা। তার স্থলাভিষিক্ত হিসেবে দ্বিতীয় ওয়ানডেতে খেলার অপেক্ষায় থাকবেন দাসুন শানাকা। নবাগতদের মধ্যে শিহান জয়সুরিয়া, লাহিরু কুমারা ও ভানিদু হাসারাঙ্গার ভাল সুযোগ আছে একাদশে খেলার। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আকিলা ধনঞ্জয়া। শ্রীলঙ্কা দল ॥ দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, অভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, এ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, শিহান জয়সুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, থিসারা পেরেরা ও ইসুরু উদানা। ভারতের কাছে হার বাংলাদেশের
×